for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ এপ্রিল ২০১৬, শনিবার, ১৭:৪৯:২৭
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে হারের ধাক্কা সামলে ওঠার লক্ষ্যে শনিবারই মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় লিগের ৩২তম রাউন্ডে রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে কাতালানরা। তবে এই ম্যাচটিও হয়তো সহজ হবে না বার্সার জন্য।
সোসিয়েদাদের মাঠ সান সেবাস্তিয়ানে সফরে গিয়ে সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছেন মেসিরা। ২০০৭ সালে সর্বশেষ সোসিয়েদাদের মাঠ থেকে জয় নিয়ে ফেরে বার্সা। সব মিলিয়ে সোসিয়েদাদের মাঠে সর্বশেষ ছয়টি ম্যাচেই জয়ের মুখ দেখেনি বার্সা।
শনিবার এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও রক্ষণভাগের ব্যর্থতায় হেরে যায় লুইস এনরিকের দল। অবশ্য ক্লাসিকোতে হারের ধাক্কা সামলে নিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছে কাতালানরা।
সোসিয়েদাদের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে চোটের জন্য দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে পাচ্ছেন না এনরিকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন এই উরুগুয়ে ফরোয়ার্ড। শনিবারের ম্যাচে সুয়ারেজের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন তরুণ স্প্যানিশ উইঙ্গার মুনির এল হাদ্দাদি।
লা লিগার ৩১ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় এবং ৬৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে। মৌসুমের আর মাত্র সাতটি ম্যাচ বাকি রয়েছে।
For add
For add
For add
For add
for Add