for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২২:৪৬:২৬
মুম্বাই ইন্ডিয়ান্স এবং পুনে সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) মাঠে গড়াবে আইপিএলের নবম আসর। এর আগে আজ (শুক্রবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়ে গেল বর্ণাঢ্য উদ্বোধন। যেখানে বলিউড এবং আর্ন্তজাতিক বেশ কয়েকজন তারকা মঞ্চ মাতিয়েছেন। মঞ্চে উপস্থিত ছিলেন ৮ দলের অধিনায়ক।
জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, ইয়ো ইয়ো হানি সিংহ, রনবীর সিংহদের সঙ্গে ডোয়াইন ব্রাভো পারফর্ম করেছেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গান গেয়ে। যা ছিল বর্ণাঢ্য এই উদ্বোধনের অন্যতম আকর্ষণ। শুরুতে একে একে মঞ্চে এসেছেন আট অধিনায়ক-গৌতম গম্ভির (কলকাতা), রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স), জহির খান (দিল্লি ডেয়ারডেভিলস), ডেভিড মিলার (কিংস ইলেভেন পাঞ্জাব), বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু), ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হাইদারাবাদ), মাহেন্দ্র সিংহ ধোনী (রাইজিং পুনে সুপার জায়ান্টস) এবং সুরেশ রায়না (গুজরাট লায়ন্স)।
আইপিএলের উদ্বোধন গোষণা করেন টুর্নামেন্টের কমিশনার রাজীব শুক্লা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারী অনুরাগ ঠাকুর উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
For add
For add
For add
For add
for Add