for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১৭:৫৩:৫৮
বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে দেশের মানুষের প্রত্যাশার পারদ অনেক উপরে হলেও সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তা পুরন হয়নি। বাছাই পর্ব টপকিয়ে সুপার টেনে উঠলেও সেখানে সব ম্যাচই হেরেছে। টাইগার দেশে ফিরতে হয়েছে শূন্যহাতে। অথচ সুপার টেন পর্বে আফগানিস্তান হারিয়েছে চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজকে। যার প্রভাব পড়লো আইসিসির নতুন করে টি-টোয়েন্টি র্যাংকিং । র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকলে রেটিং কমেছে।
বিশ্বকাপ শেষে নতুন করে টি-টোয়েন্টি র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ৭৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। রেটিং এখন ৭৪।
এদিকে আসরের সেমিফাইনালিস্ট ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। নিজেদের অবস্থান ধরে রেখেছে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। রানার্স আপ হওয়া ইংল্যান্ডের ভালোই উন্নতি হয়েছে। সাত নম্বর থেকে তারা চার নম্বরে উঠে এসেছে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং
দলের অবস্থান রেটিং
১. ভারত ১২৬
২. ওয়েস্ট ইন্ডিজ ১২৫
৩. নিউজিল্যান্ড ১২০
৪. ইংল্যান্ড ১১৫
৫. দক্ষিণ আফ্রিকা ১১৫
৬. অস্ট্রেলিয়া ১১২
৭. পাকিস্তান ১০৭
৮. শ্রীলঙ্কা ১০৫
৯. আফগানিস্তান ৮১
১০. বাংলাদেশ ৭৪
For add
For add
For add
For add
for Add