for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১৬:৩৯:৩৭
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের পরই ভারতীর ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)সঙ্গে চুক্তি শেষ রবি শাস্ত্রীর। কারণ ভারতীয় ক্রিকেট দলের পরিচালক হিসেবে রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআই’র চুক্তিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। শাস্ত্রীর সঙ্গে বিসিসিআই’র চুক্তি নবায়নের সম্ভাবনাও নেই। যদি এমনটি হয় তাহলে অবাক হবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি মনে করেন-শাস্ত্রীরই থাকা উচিত। সাবেক পাকিস্তানগ্রেট এমন মন্তব্য করেছেন ভারতীয় একটি দৈনিকে।
‘বোর্ড নতুন কোচের সন্ধান করছে। আমার মনে হয়, শাস্ত্রী যদি রাজি থাকে, তাহলে তাকে আবার সুযোগ দেওয়া উচিত। শাস্ত্রী এত দিন নিজের দায়িত্বটা সঠিকভাবেই পালন করে এসেছেন। সে দায়িত্ব নেওয়ার পর দলে অনেক ইতিবাচক পরিবর্তনও এসেছে। শাস্ত্রীকে সরানো হলে আমি বেশ অবাক হব’-লিখেছেন ওয়াসিম আকরাম।
For add
For add
For add
For add
for Add