for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১৬:০৭:৪৫
এ যেন হাতি পোষার মতো অবস্থা। তাইতো সুনীল গাভাস্কারকে আর পুষতে চচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গাভাস্কার অনেক দিন ধরেই কাজ করে আসছিলেন বিসিসিআইয়ের সঙ্গে। সেই সম্পর্কটা এবার মনে হয় ভাঙ্গতে বসেছে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে-সুনীল গাভাস্কারের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে নতুন করে বিসিসিআই চুক্তি করছে না। এপ্রিল-মে’তে শেষ হবে চলমান চুক্তি। সেটি নবায়নের সম্ভাবনা নেই।
বিসিসিআই কেন রাখতে চাইছে না গাভাস্কারকে? উত্তর-পারিশ্রমিক। গাভাস্কারের পারিশ্রমিক অন্যদের চেয়ে অনেক বেশি। গাভাস্কার সিরিজ হিসেবে কাজ করে আসছেন। তার পেছনে বিসিসিআইকে গুনতে হয় অন্যদের চেয়ে অনেক বেশি রুপি। অন্যরা দিনপ্রতি পান ৩৫ হাজার থেকে ১ লাখ রুপির মতো। গাভাস্কারের জন্য প্রায় ৮ লাখ রুপির কাছাকাছি। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে দিন প্রতি গাভাস্কার নিয়েছেন ১০ লাখ রুপি। যে কারণে গাভাস্কারকে রাখতে গলদঘর্ম হতে হচ্ছে বিসিসিআইকে। তাইতো এ সম্পর্কটা রাখতে অনাগ্রহী বিসিসিআই।
For add
For add
For add
For add
for Add