for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ এপ্রিল ২০১৬, সোমবার, ১৯:৫৩:০৫
স্বাধীনতা কাপ ফুটবলের ‘এ’ গ্রুপের খেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়ছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং লি. এবং পেশাদার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। খেলার প্রথমার্ধ শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে এগিয়ে রয়েছে।
খেলার ৯ মিনিটে প্রথম গোলটি করেন শেখ জামালের স্টাইকার এনামুল হক। ল্যান্ডিংয়ের স্কয়ার পাশ থেকে দুর্দান্ত প্লেসিং শটে বল জালে জড়ান তিনি। ১৬ মিনিটে ওয়েডসন মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় মোহামেডানের ডি-বক্সে ডুকে পড়েন। ফাকা ডি-বক্সে গোল কিপারকে একা পেয়ে তিনি গোল করতে ভুল করেন নি। শেখ জামাল লিড পায় ২-০ গোলের।
পিছিয়ে পড়ে মোহামেডান খেলার ফেরার চেষ্টা করে গেছে প্রথমার্থের শেষ মিনিট পর্যন্তও। বেশ কয়েক বার গোলের সম্ভাবনা তৈরি করতে পারলেও ভাগ্য যেন তাদের সহায় ছিল না। নয়লে ১৮ মিনিটেই তো খেলায় ফিরতে পারতো তারা। বা-প্রান্ত থেকে মাশুক মিয়া শট করলে জামালের গোল কিপার মাজহারুল ইসলাম হিমেল ফিস্ট করে কর্ণারের বিনিময়ে বাঁচিয়ে ছিলেন। কর্ণার কিক থেকে মোহামেডান যে গোল পায়নি তার জন্য তারা কেবল ভাগ্যকেই দুষতে পারে। কর্ণার কিকটি রুখতে পোস্ট থেকে বেরিয়ে এসেছিলেন জামাল গোল কিপার। জটলা থেকে রিডওয়াবের নেওয়া শট দুর্দান্ত হেডে রুখে দেন আনিসুল ইসলাম সুইট। ৩১ মিনিটেও মোহামেডান ফরোয়ার্ড সজীবের দূর পাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ঠ হয়।
For add
For add
For add
For add
for Add