for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১৯:৪৬:১৮
মাত্র ১০ দিনের ব্যবধান ফুটবলবিশ্ব হারালো দুই কিংবদন্তীকে। ইয়োহান ক্রইফের পর সিজার মালদিনি। না ফেরার দেশে চলে গেছেন এ ইতালিয়ান গ্রেট। বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে ইতালিতেই মৃত্যু বরণ করেছেন তিনি। তার হাত ধরেই এসি মিলান পেয়েছিল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শুধু তাই নয়, আরেক কিংবদন্তী পাওলো মালদিনির পিতাও তিনি। ইতালি জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন। ১৯৬২ চিলি বিশ্বকাপে ইতালির দলেরও ছিলেন। তার ছেলে পাওলো মালদিনিও এসি মিলানে খেলে হয়েছেন কিংবদন্তি।
তার মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, মালদিনিকে স্মরণ করে আগামী দুই দিন লিগের সব ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
For add
For add
For add
For add
for Add