for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১২:৩৩:১৫
স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে প্রায় গলাগলি ধরে এগুচ্ছে দুই মাদ্রিদ। গতকাল (শনিবার) রাতে দুই দলই মাঠে নেমেছিল এক পয়েন্টের ব্যবধান নিয়ে। ভিন্ন ভিন্ন ম্যাচ দুই দল জেতায় তাদের পয়েন্টের ভান্ডার সমৃদ্ধ হলেও পার্থক্য কমেনি। রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে বার্সেনোলাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের জয়টা আরও বড়। তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল বেটিসকে। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে সিমিওন শিষ্যরা রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে অ্যাটলেটিকো। প্রথম গোলটি করেন ফার্নান্দো তোরেস ৩৭ মিনিটে। স্বাগতিকরা ৪২ মিনিটে অ্যান্তোনি গ্রিজম্যানের গোলে ব্যবধান বাড়ায়। ৬৫ মিনিটে গোল করেন হুয়ানফ্রান। তবে, ৭৯ মিনিটে রুবেন ক্যাস্ট্রোর গোলে ব্যবধান কমায় বেতিস ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোলটি করেন অ্যাতলেতিকোর তারকা গ্রিজম্যান। পঞ্চম গোলটি করেন থমাস পার্টি।
For add
For add
For add
For add
for Add