for Add

আজ তো লাল সবুজেরই দিন

bd-independence-3

বছরের এই দিনটা অন্য রকম আবেগে জড়িয়ে থাকে সমগ্র বাংলাদেশ। আগের দিন ৭১’র কালো রাত্রির ভয়াবহতাকে স্বরণ করে গভির শোক নিয়ে নিদ্রা যায় সবাই। পরদিন আবার স্বাধীনতা দিবসের আনন্দে মেতে ওঠে ঠিকই। কিন্তু সবকিছুর মাঝে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম ত্যাগের বেদনা ছুঁয়ে যায় সব কিছু। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনগুলো অন্য সব দিনের থেকে বাঙ্গালির কাছে আলাদা। অন্যরকম অহংকারের। এমন এক দিনে আজ (শনিবার) ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট মিশন।

flag

ইডেনে কিউদের বিপক্ষে ম্যাচটি তাই অন্য রকম বাতাবরন ছড়াচ্ছে। সাম্প্রতিক হিসেব নিকেশে যদিও এই আসরে সবচেয়ে কঠিন ম্যাচটিই হয়ত খেলতে হচ্ছে মাশরাফিদের। তিন ম্যাচের তিনটিতেই জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা কেন উইলিয়ামসনরা যে রিতিমত উড়ছে। অন্যদিকে মাত্র দুই দিন আগে ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে এক ভূতোড়ে ম্যাচের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে মাশরাফিদের। সেই ম্যাচের পরদিনই কোলকাতায় উড়ে এসেছে মাশরাফিরা। তিন-তিনটি রাত পার হয়েছে। তারপরও সেই ম্যাচে ১ রানের আফসোস তাড়িয়ে বেড়াচ্ছে মাশরাফি-মুশফিকদের। এই স্মৃতি হয়ত তাড়িয়ে বেড়াবে আরও অনেক দিন। বিশ্বকাপ থেকে শূন্য হাতেও যদি ফিরতে হয় তবুও এই ব্যর্থতা ছাপিয়ে সেই আফসোসটাই হয়ত বেশি উচ্চারিত হবে। কিন্তু আফসোস ভোলার সুযোগ একটু হলেও তো আছে বাংলাদেশের সামনে। আজ (শনিবার) ইডেনে কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ম্যাচে কিউইদের হারিয়ে দিতে পারলেই হলো।

bd-independence-2

পুরোনো সব হতাশা ভুলে স্বধীনতা দিবসকেই প্রেরণা মানতে পারেন মাশরাফিরা। এমন এক দিনে জাতিকে জয় উপহার দেওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। এর আগে স্বাধীনতার মাস এবং বিজয়ের মাসে বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিতে কিংবা সিরিজ জিতে দেশবাসীকে খুশির জোয়ারে ভাসানোর উদাহরণ সাকিব-তামিমদের আছে। এবার ঠিক স্বাধীনতা দিবসেই দেশকে জয় উপহার দেওয়ার বড় সুযোগ তামিমদের সামনে।

সারাদেশ যেমন লাল-সবুজের পতাকায় ছেঁয়ে গেছে, সোস্যাল মিডিয়াতেও বইছে সাধীনতা দিবসের জোয়ার। ক্রিকেট তারকারাও এর বাইরে নয়।
টাইগারদের ফেসবুক পেজ ভরে গেছে স্বাধীনতা দিবসের সুভেচ্ছা বাণীতে। তামিম ইকবাল যেমন লিখেছেন, ‘স্বাধীনতা হলো আকাশে উড়ার মত, স্বাধীনতা হলো দায়িত্ববোধ। দেশ ও সারা বিশ্বের সকল বাংলাদেশীকে ২৬ মার্চের শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ রিয়াদ ৭১’এর সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,‘এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না… ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবসে অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।’ সাব্বির রহমান লিখেছেন, ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে টু বাংলাদেশ।’ ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ইডেনের ম্যাচ নিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘হারাবার কিছু নেই, তবে অর্জনের অনেক কিছুই এখানে আছে। দোয়া করবেন যেন শেষটা ভালো করে দল দেশে ফিরতে পারে। চলো বাংলাদেশ!’

bd-independence-4
জয়-পরাজয় খেলার অংশ। ম্যাচের ফল হতে পারে যে কোনো কিছুই। তাতে কি? আজ তো দিনটা লাল-সবুজেরই। সেখানে বাংলাদেশ আজ জয় দিয়ে স্বাধীনতা দিবসকে রাঙ্গাবে এটাই প্রত্যাশা সবার। মাশরাফিরা জিতলে স্বাধীনতা দিবসের আনন্দে যোগ হবে বাড়তিমাত্রা।

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add