for Add
: ১৪ জুন ২০১৫, রবিবার, ২০:৩৭:৪০
নিজস্ব প্রতিবেদক: দেশের জার্সিতেও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো৷ সিআর সেভেনের হ্যাটট্রিকে ইউরো বাছাই পর্বে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারাল পর্তুগাল৷ প্রথম লেগে ঘরের মাঠে আর্মেনিয়ার বিরুদ্ধে রোনালদোর গোলেই জিতেছিল পর্তুগাল৷ শনিবার সিআর সেভেন ম্যাজিকেই জয়ী হলো পর্তুগিজরা।
যদিও এদিন শুরুটা ভালো হয়নি পর্তুগালের৷ ম্যাচের ১৪ মিনিটের মাথায় গোল খেয়ে বসে তারা৷ দারুণ ফ্রি-কিকে আর্মেনিয়াকে এগিয়ে দেন মিড-ফিল্ডার মার্কোস পিজেলি৷ কিন্তু রোনালদো যখন সেরা ফর্মে, তখন ভয় কীসের৷ ২৯ মিনিটে আর্মেনিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন পর্তুগীজ উইঙ্গার৷ তাকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল৷ সেখান থেকে ১-১ করে ফেলে তারা৷
দ্বিতীয়ার্ধে পর্তুগালের আক্রমণের সামনে ভেঙে যায় আর্মেনিয়ার রক্ষণ। তিন মিনিটের ব্যবধানে নিজের আরও দুটি গোল করে হ্যাটট্রিকের পাশাপাশি স্কোরলাইন ৩-১ করে জয় নিশ্চিত করে ফেলে রোনালদো অ্যান্ড কোং৷
৫৫তম মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দলের ব্যবধান বাড়ান সিআর সেভেন। মাত্র তিন মিনিট পর অর্থাৎ ৫৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে হ্যাটট্রিক করে দেশের জয় নিশ্চিত করেন রিয়ালের পর্তুগীজ তারকা। ৭৩ মিনিটে আরমেনিয়া একটি গোল শোধ করে ব্যবধান কমায়। দেশের জার্সিতে এদিন ৫৫ নম্বর গোলটিও করে ফেলেন রোনালদো৷ এ জয়ের ফলে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পর্তুগাল৷
আধুনিক ফুটবল কিংবদন্তীকে এদিন চেনা ছন্দেই পাওয়া গেল৷ এই মওসুমে এই নিয়ে ন’টা হ্যাটট্রিক করা হয়ে গেল তার৷ টানা তিন ম্যাচে তিনটি হ্যাটট্রিকও এলো তার পা থেকে। দেশের জার্সিতে নামার আগে রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় এস্পানিওল ও গেটাফের বিরুদ্ধেও শেষ দু’টি ম্যাচে হ্যাটট্রিক এসেছিল তিনবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের পা থেকে৷ শনিবারের তিন গোল মিলিয়ে এই মওসুমে রোনালদোর ৬৬টা গোল করা হয়ে গেল৷ আরও একবার বুঝিয়ে দিলেন তিনি, যে তাঁর ব্যক্তিগত জীবনে বিতর্কের ঝড় উঠলেও মাঠে তিনিই গোলমেশিন৷
আর্মেনিয়াকে হারানোর পর নিজের টুইটা অ্যাকাউন্টে সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করলেন তিনি৷ রোনালদো বলেন, ‘জাতীয় দলের হয়ে এই দুর্দান্ত মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই৷ কোয়ালিফাইং পর্যায়ে এই জয়টা আমাদের কাছে অনেক বড় পদক্ষেপ৷’রোনালদোরা এরপর ফের সেপ্টেম্বরে ইউরো কোয়ালিফায়ার খেলবেন৷ অ্যালবেনিয়ার বিরুদ্ধে খেলার পরেই ডেনমার্কের মুখোমুখি হবে স্যান্তোসের দল৷
For add
For add
For add
For add
for Add