for Add
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৫০:৪৭
নিজস্ব প্রতিবেদক: নতুন কোন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন জার্মান কোন জোয়াকিম লো? বিশ্বকাপজয়ে ভুমিকা রাখা তার দুই মূল খেলোয়াড় গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার আর থমাস মুলারকে না হয় কেন জার্মানির বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ দেবেন তিনি?
২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য কোচ জোয়াকিম লো ঘোষিত দলে জায়গা হয়নি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার ও স্ট্রাইকার থমাস মুলারের। টনি ক্রুজকেও দলের বাইরে রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ। অন্যদিকে প্যাট্টিক হারম্যান প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
পায়ের গোড়ালির চোটের সঙ্গে লড়াই করা ম্যানুয়েল নয়ারকে দলে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ জোয়াকিম লো। টমাস মুলার ও টনি ক্রুজকে তিনি দলের বাইরে রাখেন।
১০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং তিনদিন পর ইউরো বাছাইপর্বে জোয়াকিম লোর জার্মানি মুখোমুখি হবে জিব্রাল্টারের।
For add
For add
For add
For add
for Add