for Add
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ১৯:৫৪:১৬
নিজস্ব প্রতিবেদক: চেলসির জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়র লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দিয়েগো কস্তা৷ কিন্তু এমন অসাধারণ পারফরম্যান্সও ভিসেন্তে দেল বস্কের মন ভরাতে পারলোন না। ২০১৬ ইউরো বাছাই পর্বে স্পেনের জাতীয় দলে জায়গা হয়নি তার৷
আগামী মাসে রোস্টারিকার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ ও ইউরো বাছাইয়ে বেলারুশের মুখোমুখি হবে স্পেন৷ এ দু’টি ম্যাচের জন্য ২৪ জনের দলে কস্তাকে রাখেননি কোচ দেল বস্ক৷ লাগাতার দুরন্ত ফর্মে থাকার জন্য জাতীয় দলে সুযোগ পেলেন সার্জিও রিকো ও অ্যালেক্স ভিদাল৷
কস্তার পাশাপাশি দল থেকে বাদ পড়লেন ম্যান ইউ মিডফিল্ডার অ্যান্ডার হেরেরা ও বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারা৷ দ্য ব্লুজ-এর হয়ে ভালো পারফর্ম করলেও দেশের জার্সি গায়ে নজর কাড়তে ব্যর্থ হলেন ব্রাজিল বংশোদ্ভূত কস্তা৷ স্পেনের হয়ে সাত ম্যাচে একটি গোল করেছেন তিনি৷ ব্রাজিল বিশ্বকাপেও তার পা কথা বলেনি৷ ইউরো বাছাইয়ের তালিকায় গ্রুপ সি-এ দ্বিতীয় স্থানে রয়েছে ২০১০ বিশ্বচ্যাম্পিয়নরা৷ শীর্ষে স্লোভাকিয়া৷
For add
For add
For add
For add
for Add