for Add
: ৬ মে ২০১৫, বুধবার, ১০:৪৯:৪১
দিল্লি ডেয়ারডেভিলস ১৫২/৬ (যুবরাজ ৫৭)। মুম্বই ইন্ডিয়ান্স ১৫৩/৫ ( রাইডু ৪৯*, রোহিত ৪৬)। ফল: মুম্বাইয়ের ৫ উইকেটে জয়।
নিজস্ব প্রতিবেদক: ফের দুরন্ত মুম্বাই ইন্ডিয়ান্স৷ নিজেদের ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে পাঁচ উইকেটে হারিয়ে টানা চার ম্যাচে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মা অ্যান্ড কোং৷ দশ ম্যাচে পাঁচ জয়ের সুবাদে আইপিএল টেবিলে চার নম্বরে চলে এল মুম্বাই৷
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে জেপি ডুমিনির দল৷ ব্যাট করতে নেমে দিল্লি শুরুতেই ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে হারায়৷ এরপর দলের আরেক ওপেনার শ্রেয়াস আয়ার (১৯) ও অধিনায়ক জেপি ডুমিনি (২৮) দিল্লিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷
কিন্তু ৫০ রানের মধ্যেই ডুমিনি আউট হয়ে যান৷এরপর মিডল অর্ডারে যুবরাজ সিং ৪৪ বলে ৫৭ রান (সাতটি চার ও দু’টি ছয়) করে দিল্লিকে সম্মানজনক স্কোরের মুখ দেখান৷ শেষের দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউজ-সৌরভ তিওয়ারিরা মিলে ১৫০ রানের গণ্ডী টপকান৷১৫২ রানে শেষ করে দিল্লি৷
জবাবে ব্যাট করতে নেমে মাত্র চার ওভার খেলার পরেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়৷ এর মধ্যেই ওপেনার লেন্ডল সিমন্স-হার্দিক পাণ্ডা ডাগআউটে ফিরে যান। বৃষ্টি থামার পর খেলা শুরু হতেই পার্থিব প্যাটেল ফিরে যান৷
২৯ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় মুম্বাই৷ এরপর হরভজন সিংও পাঁচ রানে ফিরে যান৷ ৪০ রানে চার উইকেট হারানো মুম্বইয়ের ব্যাটিংয়ের হাল ধরতে মাঠে নামেন রোহিত৷৩৭ বলে ৪৬ রান করে তিনিও আউট হয়ে যান৷তখন মুম্বইয়ের স্কোরবোর্ড ১০০ রান৷এরপর আম্বাতি রাইডু (৪৯) ও কায়রন পোলার্ডের (২৬) হাত ধরে মুম্বইকে জয়ের রাস্তায় নিয়ে যান৷
For add
For add
For add
For add
for Add