for Add
: ৫ মে ২০১৫, মঙ্গলবার, ২১:৫৮:৪৩
নিজস্ব প্রতিবেদক: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে নেইমারের পর যদি কোন অপরিহার্য ফুটবলার থেকে থাকেন, তাহলে তিনি অস্কার। অথচ চেলসির এই মিডফিল্ডারকে ছাড়াই আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। মঙ্গলবার কোপা আমেরিকাকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ফুটবল পাগল দেশটি।
আগামী ১১ জুন থেকে ৪ জুলাই চিলিতে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকান ফুটবলের মহাদেশীয় শেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা কাপ। প্রতিযোগিতার ৪৪তম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেইমার অ্যান্ড কোং মোকাবেলা করবে পেরুর।
ইনজুরির কারণে অস্কারকে দলে রাখা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা। সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির মেডিক্যাল টিমও অস্কারকে জাতীয় দলের হয়ে খেলার পক্ষে সায় দেয়নি। তাদের সঙ্গে আলোচনা করেই তাকে বাদ দেয়া হয়েছে বলে জানান দুঙ্গা।
ব্রাজিল কোচ বলেন, ‘চেলসিতেই সর্বশেষ অনুশীলনের সময় অস্কার ইনজুরিতে পড়ে। আমরা চেলসি কোচ মরিনহো ও ক্লাবটির ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ইনজুরি থেকে সেরে উঠতে তার দীর্ঘ সময় লাগবে। তাই আমরা অস্কারকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
তাহলে প্রশ্ন, অস্কারের জায়গা কে পূরণ করবে? মূলতঃ তার অনুপস্থিতিতে আরব আমিরাত-ভিত্তিক ক্লাব আল আহলি’র মিডফিল্ডার এভারটন রিভেরিওকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানান দুঙ্গা।
সঙ্গে দুঙ্গার দলে ঠাঁই মিলেছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো, মোনাকোর ফ্যাবিনহো, সান্তোসের স্ট্রাইকার রবিনহো। পাশাপাশি নেইমার, থিয়াগো সিলভা ও ডেভিড লুইসের মতো দলের সেরা তারকারা তো রয়েছেনই। যদিও কোপায় ফেরার জন্য সর্বোত চেষ্টা সত্ত্বেও মিডফিল্ডার কাকা নজর কাড়তে পারলেন না কোচ দুঙ্গার।
ব্রাজিলের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: জেফারসন, দিয়েগো আলভেজ ও মার্সেলো গ্রুহি।
ডিফেন্ডার: ডেভিড লুইজ, মার্কুইনোজ, থিয়াগো সিলভা, মিরান্ডা, ড্যানিলো, ফ্যাবিনহো, মার্সেলো ও ফিলিপ লুইস।
মিডফিল্ডার: লুইস গুস্তাভো, ফার্নানদিনহো, এলিয়াস, ক্যাসিমিরো, এভারটন রিভেরিও, ডগলাস কস্তা, উইলিয়ান ও কুতিনহো।
স্ট্রাইকার: নেইমার, রবিনহো, দিয়েগো তারদেল্লি ও রবার্টো ফিরমিনো।
For add
For add
For add
For add
for Add