for Add
: ৩০ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ৮:৪৭:২৫
নিজস্ব প্রতিবেদক: রিয়ালের জার্সি গায়ে অভিষেক ঘটাতে আরও ক’টা দিন অপেক্ষা করতে হবে মার্টিন ওডেগার্ডকে৷ কারণ বুধবার আলমেরিয়ার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চেই থাকতে হল নরওয়ের এই বিস্ময়বালককে৷ মাঠে না নামলেও অবশ্য দলের জয়ে উচ্ছ্বসিত ১৬ বছরের এই ফুটবলার৷ কোনও অঘটন না ঘটিয়ে স্প্যানিশ লা লিগায় নিজেদের মাঠে আলমেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। গ্যারেথ বেল, করিম বেনজেমার অনুপস্থিতিতে ক্যারিশমা দেখালেন হামেস রদ্রিগেজ৷
প্রথমার্ধে শেষ মুহূর্তে (৪৪ মিনিট) রদ্রিগেজের দর্শনীয় ভলিতে গোলের মুখ খোলে রিয়াল৷ বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে বল আলমেরিয়ার জালে জড়ান তিনি৷ ব্রাজিল বিশ্বকাপে গোটা দুনিয়ার নজর কেড়েছিলেন কলম্বিয়ায় স্ট্রাইকার৷ বুধবারের বার্নাব্যুতে যেন তারই ফ্ল্যাশ-ব্যাক দেখতে পেলেন দর্শকরা৷
দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুল করে বসে সফরকারীরা৷ ৪৯ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালকে আরও এগিয়ে দেন মাউরো ডস স্যান্তোস৷ বিপক্ষের ওপর লাগাতার আক্রমণ করতে তখনও পিছপা হননি আনচেলত্তির ছেলেরা৷ ফলস্বরূপ ৮৪ মিনিটে রিয়ালের স্কোরবোর্ডে আরও একটি গোলের সংখ্যা বাড়ে৷
সৌজন্যে অ্যালভারো আরবেলোয়া৷ চিচারিতোর কর্নার থেকে ডান-পায়ের শটে ধারে ও ভারে অনেকটাই পিছিয়ে থাকা আলমেরিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন স্প্যানিশ রাইট ব্যাক৷ রদ্রিগেজের সাফল্যের দিন অবশ্য গোল পেলেন না সিআর সেভেন৷ ৮৯ মিনিটে হ্যাভিয়ের হার্নান্দেজের থ্রু থেকে একটুর জন্য গোল হাতছাড়া করেন পর্তুগিজ স্ট্রাইকার৷
৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বার্সেলোনার ওপর চাপ বজায় রাখল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা৷ মাত্র দু’পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে মেসির বার্সেলোনা৷ শনিবার অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবেন রোনালদোরা।
For add
For add
For add
For add
for Add