for Add
: ৫ এপ্রিল ২০১৫, রবিবার, ২০:২৪:৩৮
নিজস্ব প্রতিবেদক: কার্লা সুয়ারেজ নার্ভারোকে হারিয়ে মায়ামি ওপেনে খেতাব জিতলেন সেরেনা উইলিয়ামস। গত ১৪ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস কুইনের মায়ামি ওপেনে এটি অষ্টম শিরোপা জয়। আর এবার নিয়ে টানা তৃতীয়৷
ফাইনালে ১২তম বাছাই স্পেনের নার্ভারোকে দাঁড়াতেই দেননি বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা। শনিবার ৫৬ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে ম্যাচটি জিতে নেন সেরেনা৷ খেলার ফল ৬-২, ৬-০৷ ২০০২ সালে প্রথম মায়ামি ওপেন জয় করেছিলেন মার্কিন কৃষ্ণকলি।
চতুর্থ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একই শিরোপা আটবার জয়ের কীর্তি গড়লেন সেরেনা। এর আগে এই কীর্তি গড়েন মার্টিনা নাভ্রাতিলোভা, ক্রিস এভার্ট ও স্টেফি গ্রাফ।
সপ্তাহের শুরুতেই ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ জেতেন সেরেনা। এমন কীর্তি গড়তে পেরে দারুণ খুশি সেরেনা। তবে শিরোপাটি তিনি নিজের পিতাকে উৎসর্গ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আটবার শিরোপা জিতে সত্যি খুবই ভালো লাগছে। এবার যে চ্যাম্পিয়ন হবো, তা টুর্নামেন্টের আগে বুঝতে পারিনি৷ তবে কার্লাকেও ধন্যবাদ। দারুন দুটি সপ্তাহ কাটিয়েছে সে। ফাইনালেও দারুন লড়াই করেছে।’
For add
For add
For add
For add
for Add