for Add
: ১ এপ্রিল ২০১৫, বুধবার, ১১:০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড। মঙ্গলবার রাতে জুভেন্তাস স্টেডিয়ামে স্বাগতিক ইতালির বিপক্ষে মাঠে নেমেও নিজেদের অপরাজেয় রাখলো রয় হজসনের শিষ্যরা। যদিও, এই ম্যাচে জিততে পারেনি ইংল্যান্ড কিংবা ইতালির কেউই। ১-১ গোলে ড্র হয়েছে বারুদে ঠাসা প্রীতি ম্যাচটি।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইতালির কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে ইংল্যান্ডের দুর্দশা শুরু হয়। শেষ পর্যন্ত রয় হজসনের শিষ্যদের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়। ২৯ মিনিটেই গ্র্যাজিয়ানো পেলের গোলে এগিয়ে যায় আজ্জুরিরা। কর্নার থেকে জিওর্জিও কিয়েল্লিনির ক্রসে দুর্দান্ত এক হেড করে গোলটি করেন গ্র্যজিয়ানো পেলে।
টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার অ্যান্ড্রোস তাউসেন্ডই মূলত রক্ষা করেন ইংল্যান্ডকে। বদলি হিসেবে মাঠে নেমে শেষ দিকে গোল করে অপরাজেয় হিসেবে ইংল্যান্ডকে মাঠ ত্যাগ করতে সহযোগিতা করেন। ৭৯ মিনিটে গোলটি করেন তিনি। এরপর দু’দল অনেক চেষ্টা করেও আর কেউ কারও জালে বল জড়াতে পারেনি।
For add
For add
For add
For add
for Add