for Add
: ১ এপ্রিল ২০১৫, বুধবার, ১০:৪৮:৫০
নিজস্ব প্রতিবেদক: লজ্জাজনক পরাজয় বরণ করলো ক্রিশ্চিায়ানো রোনালদোর দেশ পর্তুগাল। ফুটবলে অনেক পিছিয়ে থাকা আফ্রিকান দেশ কেপভার্দে আইল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজয়ের লজ্জায় পড়তে হলো ইউরোপের এই পাওয়ার হাউসকে। অবশ্য এই ম্যাচে খেলেননি রোনালদো।
১৯৮৬ সালের পর আফ্রিকার কোন দেশের কাছে এই প্রথম হারলো পর্তুগাল। সর্বশেষ ১৯৮৬ সালে মরক্কোর কাছে হেরেছিল তারা। তবে এই ম্যাচটি প্রীতি হলেও, এটি ছিল চ্যারিটি ম্যাচ। কেপ ভার্গের ফোগোয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থেই মূলতঃ এই ম্যাচের আয়োজন করা হয়।
ইউরো বাছাইতে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা দলে আমুল পরিবর্তন এনেছিলেন কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু এই পরিবর্তনে উল্টো পরাজয়ই বরণ করতে হলো পর্তুগিজদের।
কেপ ভার্দের ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্সে অবশ্য মুগ্ধ হয়ে যান পর্তুগিজ কোচ সান্তোসও। ৩৭ মিনিটে প্রথম গোল করেন ওদাইর ফোর্টেস। পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত গোলরক্ষক অ্যান্থোনি লোপেজ নিজেকে প্রমানই করতে পারলেন না।
দ্বিতীয় গোল আসে খেলার ৪৩ মিনিটে। কেপ ভার্দের স্ট্রাইকার গেগের বাম পায়ের জোরালো শট জড়িয়ে যায় পর্তুগিজদের জালে। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর অসংখ্য চেষ্টা করেও আফ্রিকান দেশটির জালে বল জড়াতে পারেনি পর্তুগিজরা।
For add
For add
For add
For add
for Add