for Add
: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ২১:০৩:১২
নিজস্ব প্রতিবেদক: শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আজ (মঙ্গলবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গাজী সাইফুল তারেক, তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি ও কলাবাগান থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, আর, বি, গ্রুপের অতিরিক্ত পরিচালক ও হেড অফ গেম অ্যান্ড স্পোর্টস এফ,এম, ইকবাল বিন আনোয়ার ডন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, গোল্ডেন চেস ক্লাবের সহসভাপতি ড. আলমাসুর রহমান এবং ১৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নাজিম আলী দেওয়ান। গোল্ডেন চেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হন। একই ক্লাবের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানার-আপ, তিতাস ক্লাবের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জ তৃতীয় এবং লিওনাইন চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ চতুর্থ স্থান লাভ করেন।
বিভিন্ন ক্যাটাগড়িতে ৪০জন বিজয়ীদের নগদ এক লক্ষ সত্তর হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। উল্লেখ্য গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ নেপাল ও ভারতের ১৪০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এরমধ্যে একজন গ্র্যান্ডমাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার, ৬জন ফিদেমাস্টার ও একজন মহিলা আন্তর্জাতিক মাস্টার ছিলেন।
For add
For add
For add
For add
for Add