for Add
: ২ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১০:৫৬:৫১
নিজস্ব প্রতিবেদক: অ্যান্ডি মারেকে হারিয়ে পঞ্চমবারেরমত অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। রবিবার রড লেভার এরিনায় পুরুষ এককের ফাইনালে মারেকে চার সেটের (৭-৬, ৬-৭, ৬-৩, ৬-০) লড়াইয়ে হারিয়ে ক্যারিয়ারে অষ্টম গ্র্যান্ড স্ল্যাম জিতে নেন বিশ্বের এক নম্বর তারকা জকোভিচ।
চ্যাম্পিয়ন হয়ে দ্রুত দৌড়ে গিয়ে কোচ বরিস বেকারকে জড়িয়ে ধরেন ‘জোকার’। ২০০৮ ও ২০১১’র পর ২০১২ ও ২০১৩ টানা দু’বার চ্যাম্পিয়ন হন সাবিয়ান তারকা।
গত বছর গ্র্যান্ড স্ল্যামের শুরুটা ভালো হয়নি জোকারের। কোয়ার্টার ফাইনালে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছিলেন তিনি। শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নেমে এবার শুরু থেকেই ছন্দে ছিলেন জকোভিচ।
তাই রোববার ফাইনালে মারের কাছে হারলে সেটাই হত অঘটন। প্রথম দু’টি সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পরের দু’টি সেটে মারেকে লড়াইয়ের সুযোগই দেননি জকোভিচ। চতুর্থ সেটে কোনও গেম জিততে পারেননি দু’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে।
For add
For add
For add
For add
for Add