for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ মে ২০১৬, সোমবার, ১৮:২১:৫৬
শিরোপা জয়ের সংখ্যায় পেলেকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। গতকাল (রবিবার) সেভিয়ার সঙ্গে কোপা দেল রে শিরোপা জয়টি ছিল ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে মেসির ৩০তম শিরোপা। যেখানে ক্যারিয়ারে সব মিলিয়ে পেলে ট্রফি জিতেছেন ২৯টি।
মেসির ৩০টি শিরোপার ভেতর ক্লাবের হয়েই রয়েছে ২৮টি। বার্সেলোনার জার্সি গায়ে ৮টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৬টি স্প্যানিশ সুপার কোপা, ৪টি কোপা দেল রে, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপের ট্রফি রয়েছে।
জাতীয় দলের হয়ে অর্জনে অবশ্য পেলে অনেক এগিয়ে। শুধু মেসিই কেন, অন্য সবার চেয়েই যোজন যোজন এগিয়ে। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জিতিয়েছেন। ক্লাব ক্যারিয়ারে প্রায় পুরোটাই সান্তোসে কাটানো পেলে সেখানে ট্রফি জিতেছেন ২৫টি, এর বাইরে শেষ বয়সে নিউইয়র্ক কসমসে খেলতে গিয়েও সেখানে জিতেছেন একটি ট্রফি।
For add
For add
For add
For add
for Add