for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ২৩:৫১:৪৮
প্রিমিয়ার হকির দলবদলের শেষ দিনে খেলোয়াড় নিবন্ধন করেছে মোহামেডান। সোমবার বিকেলে সাদাকালোরা অভিজ্ঞ ও তারুণ্য মিশেলে স্থানীয় ১৫ খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে। এর মধ্যে পুরনো ৪ জনকে দলে রেখেছে মোহামেডান। নতুন নিয়েছে ১১ জন।
মোহামেডান তাদের শক্তি বাড়াতে জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে খেলোয়াড় আনার চেষ্টা করছে। এবার একটি দল ৫ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। আর মাঠে খেলতে পারবে ৪ জন।
মোহামেডান এবার বিদেশি কোচও আনবে। বিদেশি কোচ আসার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন শহিদুল্লাহ টিটু। গোলরক্ষক কোচ রাসেল খান বাপ্পি। এ মাসেই শুরু হওয়ার কথা প্রথম টুর্নামেন্ট শহীদ স্মৃতি হকি। বুধ-বৃহস্পতিবারের মধ্যেই অনুশীলন শুরু করবেন বলে জানিয়েছেন মোহামেডানের কোচ শহিদুল্লাহ টিটু।
মোহামেডান এবার রেখে দিয়েছেন তাদের পুরনো ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি, স্টপার আমিরুল ইসলাম, ডিফেন্ডার খালেদ মাহমুদ রাকিন, মিডফিল্ডার সারোয়ার হোসেনকে।
নতুন এসেছেন আবাহনী থেকে গোলরক্ষক নুরুজ্জামান নয়ন, ডিফেন্ডার শফিউল আলম শিশির, বাংলাদেশ স্পোর্টিংয়ের দ্বীন ইসলাম ইমন, সোনালী ব্যাংকের মিডফিল্ডার আল নাহিয়ান শুভ, সোনালী ব্যাংকের শহিদুল হক সৈকত, বিকেএসপির মেহেদী হাসান অভি, তানভীর রহমান সিয়াম, পুলিশের শিমুল হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর ফরোয়ার্ড আশরাফুল আলম, ডিফেন্ডার মনোজ বাবু ও শহিদুল হক সৈকতকে।
For add
For add
For add
For add
for Add