for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০১৬, শুক্রবার, ১৩:১১:১৬
হাত দিয়ে গোল করে ম্যারাডোনার বিশ্বফুটবলে আলোড়ন সৃষ্টির কথা সবারই জানা। এবার তিনি করলেন আত্মঘাতি গোল। প্যারিসে একটি প্রদর্শনী ম্যাচে তিনি খেলেছেন পেলের দলের বিপক্ষে। উয়েফা ও একটা সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান এই দাতব্য ম্যাচ আয়োজন করেছিল। সেখানে বেবেতো, ক্ল্যারেন্স সিডর্ফ, ফার্নান্দো হিয়েরো, হার্নান ক্রেসপো, রিও ফার্ডিনান্ডদের মতো তারকারা মাঠে নেমেছিলেন।
ম্যারাডোনা ৩০ মিনিটের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। খেলান কথা ছিল পেলেও। তবে অস্ত্রোপচারের ধকল থেকে সেরে উঠতে থাকা পেলে নামেননি, ডাগআউটে কোচের ভূমিকাতেই ছিলেন।
ফাইভ-এ-সাইড ম্যাচটিতে সাবেক তারকারা অংশ নেন সাবেক ইংলিশ অধিনায়ক রিও ফার্ডিনান্ড, সাবেক ডাচ মিডফিল্ডার ক্লারেন্স সেডর্ফ, রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ ডিফেন্ডার ফার্নান্দো হেইরো ও ইতালির বিশ্বকাপ জয়ী ফ্যাবিও ক্যানাভারোর মতো তারকা ফুটবলাররা প্রদর্শনী ম্যাচটিতে মাঠে নামেন। রেফারির দায়িত্ব পালন করেন ২০১০ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা হাওয়ার্ড ওয়েব। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ৮-৮ গোলে ড্র হয়। তবে ম্যাচ ড্র করেন ম্যারাডোনা আত্মঘাতি গোল করে। ম্যারাডোনার দল ম্যাচ জিতছিল ৮-৭ গোলে। শেষ মুহুর্তে খুব কাছ থেকে নিজেদের জালে বল পাঠিয়ে ম্যাচ ৮-৮ করে ম্যারাডোনা। তারপর বলেন,‘এটা বন্ধুত্বের গোল।’ প্রদর্শনী হলেও এ ম্যাচটি ঐতিহাসিক। কারণ, এই প্রথম ফুটবলের দুই কিংবদন্তীকে পাওয়া গেলো এক ম্যাচে।
For add
For add
For add
For add
for Add