for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ জুন ২০১৬, রবিবার, ১২:৪০:৫১
কোপা আমেরিকায় খেলবেন না নেইমার৷ তিনি একেবারে চাঙ্গা হয়ে নামবেন রিও অলিম্পিকেই৷ আপাতত বার্সেলোনার দশ নম্বর জার্সিধারী রয়েছেন মার্কিন মুলুকে৷ এখানে এসে দেখা করতে এলেন কানাডিয়ান পপ সেনসেশন জাস্টিন বিবারের সঙ্গে৷
নেইমার ফুটবল খেলেন আর বিবারের গান সারা বিশ্বে জনপ্রিয়৷ কিন্তু বিবারের বাড়ির বাগানে নেইমার আর বিবার নিছক আড্ডা মারতে মারতেই ফুটবল নিয়ে খেলতে শুরু করলেন৷ বিবারের ফুটবলের স্কিল দেখে মাথা ঘুরে গিয়েছে অনেকেরই৷ নেইমারতো জাগলিং ভালো করবেন সেটা স্বাভাবিক৷ কিন্তু তাবলে বিবারের ফুটবলের স্কিল দেখে মনে হবে যে, নেইমার ও বিবার দু’জনেই আন্তর্জাতিক ফুটবল তারকা৷ বিবার দু’জনের ফুটবল খেলার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে৷ কে বলবে যে বিবার গায়ক৷ দেখলে ফুটবলারই মনে হবে৷
For add
For add
For add
For add
for Add