for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০১৬, সোমবার, ২০:৫৬:১৩
তিনবার ফিফা ব্যালন ডি’অর, উয়েফা বর্ষসেরা পুরস্কার, ইউরোপিয়ান গোল্ডেন বুট, ফিফা পুসকাস পুরস্কার, ফিফপ্রো বর্ষসেরা পুরস্কারসহ ক্যারিয়ারে কত পুরস্কারই তো পেয়েছেন। সেখানে গোল ডট কমের পাঠকদের ভোটে আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় হওয়াটা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য আহামরি কিছু নয়! তবে বিশেষ তাৎপর্যটা হলো, গোল ডট কমের পাঠকদের বিচারে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের দৌড়ে রোনালদোর সঙ্গে কেউ প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি! মোট ভোটের ৬০.৮ শতাংশই পেয়েছেন রিয়ালের পর্তুগিজ সুপারস্টার।
রিয়ালকে ১১তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পথে রোনালদো করেছেন টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ গোল। পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া পর্তুগিজ উইঙ্গারই সেরা খেলোয়াড় হবেন এটা অবধারিতই ছিল। তাই বলে প্রতিদ্বন্দ্বিতাই হবে না! ভোটের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র ১৬.৬ শতাংশ ভোট।
চমকপ্রদ তথ্য আছে এখানেও। বিশ্ব ফুটবলে রোনালদোর প্রতিদ্বন্দ্বিতটা যার সঙ্গে, সেই লিওনেল মেসি এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরার দৌড়ে ছিলেনই না! ছিলেন না সুয়ারেজ-নেইমাররাও। ১৬.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রানার্সআপ অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজমান। তিনি টুর্নামেন্টে করেছেন ৭টি গোল। তবে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে করা গোল দুটিই সেরার দৌড়ে উপরের দিকে তুলে আনে গ্রিজমানকে।
রোনালদো ছাড়াও সেরার দৌড়ে ছিলেন রিয়ালের আরও দজনÑঅধিনায়ক সার্জিও রামোস ও উদীয়মান তারকা ক্যাসেমিরো। ২০১৪ সালের মতো এবারও ফাইনালে গোল করা রামোস তৃতীয় হয়েছেন ৯.৫ শতাংশ ভোট পেয়ে। চতুর্থ হওয়া ক্যাসেমিরো পেয়েছেন ৫.১ শতাং ভোট। অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণ সেনানী দিয়েগো গডিন পেয়েছেন ৪.৫ শতাংশ ভোট। বাকি ৩.৫ শতাংশ ভোট পেয়েছেন ৯ গোল করা বায়ার্ন মিউনিখের গোলিশ স্ট্রাইকার বরার্ট লেভানডভস্কি।
For add
For add
For add
For add
for Add