for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ মে ২০১৬, শনিবার, ২২:২৩:১২
কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ ৬ জুন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে। তার আগে প্রস্তুতিটা ভালোই হচ্ছে আর্জেন্টিনার। আজ (শনিবার) ভোরে গা-গরমের ম্যাচে গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে হন্ডুরাসকে হারিয়েছে তারা। তবে ম্যাচ শেষে জয়-স্বস্তির চেয়ে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তিই ছিল বেশি। এই ম্যাচেই যে চোট পেয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
পিঠে চোট পেয়ে মাঠ ছাড়া বার্সেলোনা ফরোয়ার্ড চিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন কিনা, তা নিয়েই দেখা দিয়েছে সংশয়। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় পড়ে যাচ্ছিলেন মেসি। ঠিক তখনই আরেক খেলোয়াড়ের হাটুর গুতোয় পিঠে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড়।
ট্রেনারদের সহায়তায় ৬৪ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া মেসিকে পরে নেওয়া হয় হাসপাতালে। মেসিকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। তবে চোট কতটা গুরুতর সেটা বলতে পারেননি।
গত বছর ফাইনালে ওঠেও শিরোপার দেখা পায়নি মেসির আর্জেন্টিনা। গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় ৪-১ ব্যবধানে। এবার সেই আক্ষেপ দূর করার স্বপ্নের কথা কদিন আগে নিজেই বলেছিলেন মেসি, ‘গত বছর আমরা ফাইনালে উঠেও পারিনি। আশা করি এবার সমর্থকদের আশা পূরণ হবে।’
কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তিনি নিজেই পড়লেন চোটের ফাঁদে। টুর্নামেন্ট শুরুর আগেই মেসি সুস্থ হয়ে উঠবেন, আর্জেন্টাইনদের এখন একমাত্র চাওয়া হবে এটাই। বিশ্বের ফুটবলপ্রেমীদেরও নয় কী! চিলি তো আছেই, ডি গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।
Clomid buying “talk to the patient and obtain a history and then carry out a physical examination”>talk to the patient and obtain a history and then carry out a physical examination
For add
For add
For add
For add
for Add