for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ মে ২০১৬, বুধবার, ২০:২৯:২৭
ইউরোপা কাপের ফাইনালে আজ (বুধবার) সুইজারল্যান্ডের বাসেলের সেন্ট জ্যাকব পার্কে মুখোমুখি হচ্ছে ফেভারিট লিভারপুল এবং বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ইউরোপা কাপের ফাইনালটি। সেভিয়ার এটা টানা তৃতীয় অর্থাৎ হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন।
প্রতিযোগিতামূলক ম্যাচে আগে কখনও মুখোমুখি হয়নি ইংলিশ জায়ান্ট লিভারপুল ও স্প্যানিশ ক্লাব সেভিয়া। প্রথমবারের মত ইউরোপা কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুদল। অন্যদিকে ইউরোপের দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় দুই দল মোট সাতবার ফাইনাল খেলেছে এবং প্রতিবারই শিরোপ জিতেছে। অতএব, আজকে যেকোন একদলকে ফাইনালে হারতেই হবে। আজকে যে জিতবে, তারা আবার আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার সুযোগ পাবে।
গত ৬ মে দ্বিতীয় লেগের সেমিফাইনালে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইয়ুর্গেন ক্লপের দল। পাঁচ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন লিভারপুল সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালদের কাছে হেরে গিয়ে পিছিয়ে পড়েছিল।
অন্যদিকে ফাইনালের আরেক দল স্পেনের সেভিয়াও নিজেদের মাঠে ইউক্রেনের শাখতার দোনেৎস্কে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা ২-২ গোলে ড্র হওয়ায় তারাও পিছিয়ে ছিল কিছুটা।
For add
For add
For add
For add
for Add