for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ মে ২০১৬, বুধবার, ১৪:১৯:৩৭
চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। শঙ্কায় ছিল সরাসরি ইউরোপা লিগে খেলা নিয়ে। তবে সে যাত্রায় ভালো ভাবেই পার পেয়ে গেছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করেছে রুনি-মার্শিয়ালরা।
নিরাপত্তার শঙ্কায় রবিবারের পরিবর্তে গতকাল (মঙ্গলবার) রাতে ঘরের মাঠে খেলতে নামে দুই দল। ম্যাচের ৪৩ মিনিটে প্রিমিয়ার লিগে ইংলিশ স্ট্রাইকার রুনির শততম গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। অন্তনি মার্শিয়ালের বাড়ানো বল প্রথম শটেই জালে জড়ান ইংলিশ এই তারকা। গোলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রুনিরা।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে রুনি-মার্শিয়ালরা। ম্যাচের ৫৪মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, কিন্তু ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিকের শট ক্রসবারে লাগলে হতাশ হতে হয় সমর্থকদের। ৭৩ মিনিটে একুয়েডরের মিডফিল্ডার আন্তোনিও ভালেন্সিয়ার পাস থেকে ব্যবধান বাড়ান ফরাসি ফরোয়ার্ড মার্শিয়াল। আর ৮৭তম মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার অ্যাশলে ইয়ং। আর শেষ দিকে ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের আত্মঘাতী গোলে বোর্নমাউথের হারে ব্যবধান কমে।
For add
For add
For add
For add
for Add