for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মে ২০১৬, সোমবার, ২০:১০:১৯
রাত শেষে ভোরে ঢাকায় আসছেন লোডভিক ডি ক্রুইফ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে দুটি প্লে-অফ ম্যাচের জন্য এক মাসের জন্য এ ডাচ কে কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। তার আগে ক্যাম্প চলছে স্থানীয় কোচ সাইফুল বারী টিটুর অধীনে। আজ (সোমবার) বিকেলে ফুটবলাররা অনুশীলন করেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। অনুশীলন শুরুর আগে কোচ সাইফুল বারী টিটু দলের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন মিডিয়ায়।‘যেহেতু খেলোয়াড়রা স্বাধীনতা কাপে খেলেছে তাই ফিটনেস নিয়ে তেমন চিন্তার কিছু দেখছি না। তবে বেশ কিছু দিন ধরে যেহেতু খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝে নেই, তাই তাদের মানসিকতায় কিছু দুর্বলতা লক্ষ্য করেছি। আমি বিগত কয়েক দিনে তাত্বিক ও শারীরিক উভয় প্রকার অনুশীলনেই খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করেছি। বাকি কাজগুলো লোডভিক ডি ক্রুইফ বাংলাদেশে এসে করবেন। লোডভিকের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রয়েছে। দলের সার্বিক পরিস্থিতি নিয়ে লোডভিক ডি ক্রুইফ অবগত আছেন’-বলেছেন সাইফুল বারী টিুট।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মামুনুল ইসলাম সম্পর্কে টিটু বলেন‘মামুনুল এই মুহূর্তে ম্যাচ ফিট নন। কিছুদিন নিয়মতান্ত্রিক অনুশীলনের বাইরে থেকে ওজন কিছুটা বাড়িয়ে ফেলেছেন। তবে এটা বড় কোনও সমস্যা নয়। লোডভিক ডি ক্রুইফ এসে মামুনুলকে কিছু বাড়তি অনুশীলনের প্রেসক্রিপশন দেবেন। বাড়তি কিছু অনুশীলন করলেই মামুনের ম্যাচ ফিটনেস ফিরে আসবে। স্কিল লেভেল নিয়ে মাথা ব্যাথার কোনও কারণ নেই। ওর সেসব ঠিক আছে।’
For add
For add
For add
For add
for Add