for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০১৬, শনিবার, ২৩:০৭:০২
শিরোপা জয়ের পথে এক সময় সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু হঠাৎই দলটির এমন ছন্দ পতন যে এক পর্যায়ে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ার শংকা জাগে তাদের।এ ই সুযোগ কাজে লাগিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট সমান করে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। এক পয়েন্ট পিছনে থেকে দুই দলের ঘড়েই নিশ্বাস ফেলতে থাকে রিয়াল।
এক রাউন্ড আগে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে অ্যাটলেটিকো। আজ (শনিবার) লা লিগার শেষ রাউন্ডে নিস্পত্তি হলো শিরোপা লড়াইয়ের। গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে ২৪ তম বারের মত শিরোপা ঘরে তুললো বার্সা। গ্রানাদার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ।
একই সময়ে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নেমেছিল শিরোপা লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদ। গ্রানাদার বিপক্ষে বার্সেলোনা পয়েন্ট হারালে আর নিজেদের ম্যাচটি জিতলে চ্যাম্পিয়ন হয়ে যেত জিনেদিন জিদানের দল। তবে মেসি, সুয়ারেজ, নেইমাররা কোন রকম সুযোগ দেননি রোনালদো-বেলদের। রিয়াল ২-০ গোলে জয় পেয়েছে ঠিকই, তবে শিরোপার উৎসব করা হয়নি তাদের।
৩৮ রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৯১। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো রিয়াল।
For add
For add
For add
For add
for Add