for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ মে ২০১৬, সোমবার, ১৩:২০:৪৫
তীরে এসে তরী ডুবেছে অ্যাটলেটিকো মাদ্রিদের। লিগের শেষ সময়ে এসে শিরোপা লড়াই থেকে ছিটকে পড়লো তারা। গতকাল (রবিবার) রাতে তাদের সর্বনাশ করেছে ভ্যালেন্সিয়া। তাদের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হলো সিমিওনের শিষ্যদের।
এ হারে শিরোপা লড়াই থেকে পুরোপুরিই ছিটকে পড়েছে তারা। কারণ, শেষ ম্যাচে যদি মাদ্রিদ এবং বার্সেলোনা দু’দলই হেরে যায় এবং অ্যাটলেটিকো জেতে, তাতেও শিরোপা জয়ের সম্ভাবনা নেই। শিরোপা লড়াইয়ে এখন বার্সেলোনা আ রিয়াল মাদ্রিদ। লেভান্তের মাঠে গিয়ে খেলার শুরুতেই ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। খেলার ২ মিনিটের মাথায় গোল করে বসেন তিনি। তবে লিড ধরে রাখতে পারেননি আধঘণ্টাও। খেলার ৩০ মিনিটের মাথায় তোরেসের গোলটি ফিরিয়ে দেন ভিক্টর কাসাদেসাস।
১-১ সমতা নিয়েই চলছিল ম্যাচটি। সবাই ভাবছিল পয়েন্টই ভাগ করে নেবে হয়তো অ্যাটলেটিকো এবং লেভান্তে। কিন্তু শেষ মুহূর্তে (৯০ মিনিটে) গোল করে লেভান্তের জয় নিশ্চিত করেন গুইসেপ্পে রসি।
For add
For add
For add
For add
for Add