for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০১৬, বুধবার, ২০:৩১:৪০
গত ২৪ ঘন্টায় খনেখনে রং বদলিয়েছে বাফুফে নির্বাচন। সে রঙে রঙিন হয়েছেন আবদুস সালাম মুর্শেদী। ৩ প্রতিদ্বন্দ্বি লোকমান হোসেন ভুঁইয়া, মনজুর কাদের ও দেওয়ান সফউল আরেফীন টুটুল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আবদুস সালাম মুর্শেদী সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
আজ (বুধবার) সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। সোয়া ৬টায় প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। আগামীকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে বিজয়ী ঘোষণা করা হবে। আগামী ৩০ এপ্রিল এই পদ ছাড়া বাকি পদগুলোয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন-আজমল আহমেদ তপন, মুস্তাফিজুর রহমান মাইনু, আব্দুল মান্নান, শেখ নিজাম উদ্দীন, একেএম মমিনুল হক সাঈদ, আমিনুল হক মামুন ও দেওয়ান শফিউল আরেফিন টুটুল। প্রথমে জানা গিয়েছিল সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেও সদস্যপদ থেকে নির্বাচন করবেন দেওয়ান সফিউল আরেফীন টুটুল। কিন্তু সেই পদ থেকেও সরে দাঁড়ানা তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ৩০ এপ্রিলের নির্বাচনে সভাপতি পদে ৪ জন, ৪টি সহ-সভাপতি পদের জন্য ১০ জন ও ১৫টি সদস্য পদের বিপরীতে মোট ৩৩ জন নির্বাচন করবেন।
যারা থাকলেন নির্বাচনী মাঠে
সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, কামরুল আশরাফ খান পোটন, গোলাম রব্বানী হেলাল এবং নরুল ইসলাম নুরু।
সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, বাদল রায়, সামশুল হক চৌধুরী, মহিউদ্দিন আহমেদ মহি, খুরশিদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মমিনুল হক সাঈদ, তাবিথ আউয়াল এবং শেখ মুহাম্মদ মারুফ হাসান।
সদস্য: হারুনুর রশীদ, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাশ রূপু, ফজলুর রহমান বাবুল, ইলিয়াছ হোসেন, মাহফুজা আক্তার কিরণ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহিউদ্দিন আহমেদ সেলিম, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, অমিত খান শুভ্র, সালেহ্ জামান সেলিম, আরিফ হোসেন মুন, আলমগীর খান আলো, তৌফিকুল ইসলাম তোফা, নওশের উজ্জামান, শেখ মো. আসলাম, আব্দুল গাফ্ফার, আবু হাসান চৌধুরী প্রিন্স, আজফার উজ জামান খান সোহরাব, হাজী মো. টিপু সুলতান, কামরুন নাহার ডানা, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া, আমের খান, মো. ইকবাল হোসেন, মো. হাসানুজ্জামান খান বাবলু, মো. সাইফুর রহমান মনি, হাজী মো. টিপু সুলতান, মোঃ ইকবাল হোসেন, আসাদুজ্জামান মিঠু।
For add
For add
For add
For add
for Add