for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবার, ১৭:০৩:০৯
রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে তুলে মনের একটি ইচ্ছা ব্যক্ত করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজ দেশ পর্তুগালের ক্লাব বেনফিকাকে দেখতে চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে। তার ইচ্ছে পুরন হয়নি। বেনফিকাকে বিদায় করে সেমিফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে পা রেখেই তাই বায়ার্ন কোচ পেপ গার্দিওলার খোঁচা দিয়েছিলেন রোনালদোকে। বলেছেন,‘দুঃখিত, রোনালদো!’
এ নিয়ে সাতবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল গার্দিওলার কোচিং করিয়েছেন এমন কোনো দল। এমন অর্জনেই হয়তো দেখা মিলল গার্দিওলার রসিক মনের, ‘আমি জানি রোনালদো বেনফিকাকে চেয়েছিল সেমিফাইনালে। আমি দুঃখিত সে ওই সুযোগটা পেল না।’
এরপরই ‘সিরিয়াস’ গার্দিওলা, ‘দিনের শেষে একজন কোচকে ম্যাচ জিততে হবে, শিরোপা জিততে হবে এবং আমি অনেক শিরোপা জিতেছি। বেনফিকা খুব ভালো খেলেছে। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই খেলতে হয়েছে ওদের। কিন্তু আমরাই বেশি আক্রমণাত্মক ছিলাম, তারই ফল পেয়েছি।’
সেমিফাইনালে অদ্ভুত ঝামেলায় পড়তে পারেন গার্দিওলা। তাঁর পরবর্তী দল ম্যানচেস্টার সিটিও আছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। সেমিফাইনাল কিংবা ফাইনালে নিজের ভবিষ্যতের দলের মুখোমুখি হতে হবে তাঁকে। এ নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত মনে হলো না গার্দিওলাকে, ‘সবাই জানে আমি সিটিতে যাচ্ছি। হয়তো সেমিতেই তাদের সঙ্গে দেখাও হতে পারে। কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে এখন দৃষ্টি দিতে হবে এবং তা হলো ফাইনাল নিশ্চিত করা।’
এমনও হতে পারে সেমিতে রিয়াল মাদ্রিদকেই পেলেন গার্দিওলা। তখন হয়তো নতুন করে আবারও রোনালদোকে দুঃখিত বলার সুযোগ পাবেন গার্দিওলা। আবার কে জানে, হয়তো গার্দিওলাকেই দুঃখিত বানিয়ে দিলেন রোনালদো!
For add
For add
For add
For add
for Add