for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ এপ্রিল ২০১৬, বুধবার, ১২:৫৫:১৭
গোল দিতে হবে তিনটি। একটিও হজম করা যাবে না। গোল একটি খেয়ে গেলে দিতে হবে চারটি-উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে এমন সমীকরণ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কারণ, অ্যাওয়ে ম্যাচে ভলফসবুর্গের কাছে হারের ব্যবধান ছিল ২-০। আগের ৩২ বারের ২৬ বারই চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলা রিয়াল মাদ্রিদের কাজটা ছিল কঠিন, অনেকের চোখে প্রায় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করাই তো তাঁর কাজ। রিয়ালের টিকে থাকার জন্য যে তিনটা গোল দরকার ছিল, গুণে গুণে তিনটাই এনে দিলেন রোনালদো। এ জন্যইতো তিনি রোনালদো। ফিরতি লেগে নিজেদের মাঠে ভলফসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল রিয়াল।
শুরু থেকেই লড়াই জমিয়ে তোলে দুই দল। ১৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিক রিয়াল। দলকে লিড পাইয়ে দেন রোনালদো। ডানদিক থেকে গড়িয়ে আসা বল ভলফসবুর্গের জালে জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। ১৭ মিনিট কর্নার থেকে ব্যবধান দ্বিগুন করেন রোনালদো। টনি ক্রুসের তুলে মারা কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেন সিআর সেভেন। আর তাতেই ২-০তে এগিয়ে যায় রিয়াল।
৭৭ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। দলের তৃতীয় গোলটিও করেন রোনালদো। ডি-বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো। ম্যাচের বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি উলফসবার্গ। ফলে, প্রথম লেগে ২-০ গোলের অ্যাগ্রিগেটে এগিয়ে থাকলেও সেমির আগেই বিদায় নিতে হলো তাদের। অপরদিকে, ৩-০ গোলের ব্যবধানে জিতে আর ৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করলো জিনেদিন জিদানের শিষ্যরা।
For add
For add
For add
For add
for Add