for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০১৬, বুধবার, ১২:২৩:২৯
ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে কস্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। গতকাল (মঙ্গলবার) চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে বায়ার্ন জিতেছে ১-০ গোলে। জয়ের নায়ক ভিদাল। ম্যাচের দু’মিনিটে জুয়ান বার্নাটের পাসে তিনি এগিয়ে দেন৷ ওই গোলেই বেনফিকাকে হারায় বায়ার্ন৷
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করে বায়ার্ন৷ না-হলে বড় ব্যবধানে এগিয়েই দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারত রিবেরি-মুলাররা৷ পিছিয়ে থাকা বেনফিকা দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মধ্যে গোল শোধের সুযোগ পেয়েও হাতছাড়া করে৷ শেষ পর্যন্ত স্কোরলাইনে কোনও পরিবর্তন আসেনি৷
For add
For add
For add
For add
for Add