for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ১৯:২৪:০৬
স্বাধীনতা কাপ ফুটবলে আরামবাগকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। তবে এই জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে মারুফুল হকের শীষ্যদের। ম্যাচে এমিলি-মিশুরা যতটানা উজ্জল ছিলেন, তার চেয়ে বরং উজ্জল ছিলেন আরামবাগের খেলোয়াড়রা।
আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ২ মিনিটেই এগিয়ে যায় আরামবাগ। আসাদুজ্জামানের থ্রু পাস থেকে বল জালে জড়ান আরামবাগের আক্রমন ভাগের খেলোয়াড় কেস্টার আকন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি শেখ রাসেল। ইন্ডিয়ান সুপার লিগ মাতিয়ে আসা ইথিউপিয়ান ফরোয়ার্ড ফিকরু টেরেফার গোলে সমতায় ফেরে তারা। কিন্তু এরপর থেকে পুরো ম্যাচে মাঠে একেবারেই নিস্প্রভ ছিল শেখ রাসেল।
প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছেস মিঠুন চৌধুরী। আদালতের নিষেধাজ্ঞায় মূল একাদশে ছিলেন না জামাল ভূঁইয়াও। এই দুইয়ের অভাবটা ভালোই টেই পেয়েছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবল জয়ী দলটি। ম্যাচ শেষে মারুফুল হকের কথায়ও ফুটে ওঠলো তা- ‘জামাল ভূঁইয়াকে নিয়েই আমার মূল পরিকল্পনা ছিল। ওকে না পাওয়াটা শুরুতেই আমাদের জন্য ছিল বড় ধাক্কা। যেটা দল সামলে ওটতে পারেনি। তাছাড়া ডিফেন্ডারদেরও কিছু ভুল ছিল। যে সুযোগগুলো কাজে লাগিয়ে আরামবাগ বেশ কয়েকবার আক্রমন করেছে।’
আরামবাগের আক্রমণ গুলোর মধ্যে ৭৩ মিনিটে আবু সুফিয়ানের একক প্রচেষ্টায় ঢুকে পড়াটা ছিল দেখার মত। তবে ডি বক্সের ভেতর গোলকিপারকে একা পেয়েও গোল আদার করে নিতে পারেননি এই ফরোয়ার্ড। আবু সুফিয়ানসহ আরামবাগের অন্য ফরোয়ার্ডরা এরপর আক্রমণে ওঠেছেন বেশ কয়েকবার। তবে কখনো শেখ রাসেলের গোল কিপারের প্রচেষ্টা আবার কখলো নিজেদের ভুলো গোলের দেখা পায়নি। উল্টো ৮১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল আদায় করে নেয় শেখ রাসেল-জয়সূচক গোলটি করেছেন ক্যামেরুনের ফরোয়ার্ড পল এলিন।
For add
For add
For add
For add
for Add