for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০১৬, রবিবার, ১৫:০৩:৪৫
স্বাধীনতা কাপ ফুটবল নিয়ে রীতিমতো তামাশা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতি ঘন্টায়-ঘন্টায় যেন বদলাচ্ছে তাদের সিদ্ধান্ত। গত কয়েকদিন স্বাধীনতা কাপ নিয়ে নাটকের পর নাটক দেখছে দেশবাসী। মৌসুমের প্রথম টুর্নামেন্টের গ্রুপিং হয়ে যাওয়ার পর দল বেড়েছে দুই দফায়। ফিকশ্চার বদলেছে ৩ বার। পিছিয়েছে একবার।
বাফুফের সর্বশেষ তামাশা আজকের (রবিবার) মোহামেডান ও শেখ জামালের ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বাফুফের সর্বশেষ সিদ্ধান্ত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায়। তবে আজকের সন্ধ্যার ম্যাচটি হচ্ছে। যে ম্যাচে আবাহনী খেলবে ফেনী সকার ক্লাবের বিপক্ষে।
For add
For add
For add
For add
for Add