for Add
: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১২:৪১:২৫
নিজস্ব প্রতিবেদক: প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে চার হাজার রানের গৌরবময় মাইলফলকে পৌঁছে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আফগান বোলার হামিদ হাসানকে কাভার ড্রাইভ করে তিন রান তুললেন সাকিব। একই সঙ্গে পৌঁছে গেলেন চার হাজারে। এই ম্যাচে মাঠে নামার আগে সাকিবের রান ছিল ৩ হাজার ৯৭৭। ২৩ রান হলেই বরাবর চার হাজারে পৌঁছে যাওয়ার কথা। শেষ পর্যন্ত মাইলফলক পূর্ণ করে ছাড়েন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার।
চার হাজার রানের মাইলফলকে পৌঁছাতে সাকিবের লেগেছে ১৪২ ম্যাচে ১৩৬ ইনিংস। গড় ৩৪.৫৮ করে। এর মধ্যে সাকিবের সেঞ্চুরি ৬টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ২৬টি। সর্বোচ্চ রান অপরাজিত ১৩৪।
চার হাজার রানের মাইলফলকে সাকিবের আগে পৌঁছানোর কথা ছিল তামিমেরই। ৩ হাজার ৯৭১ রান নিয়ে আফগানদের বিপক্ষে ব্যাট করতে নামেন তিনি। কিন্তু ১০ রান দুরে থাকতে আউট হয়ে গেলে, সেটা আর পারেননি বাংলাদেশ ওপেনার। তামিম খেলেছেন ১৩৬ ম্যাচে ১৩৫ ইনিংস। গড় ২৯.৮৫ করে। সেঞ্চুরি ৪টি এবং হাফ সেঞ্চুরি ২৭টি। সর্বোচ্চ ১৫৪ রান।
For add
For add
For add
For add
for Add