for Add
: ৮ মার্চ ২০১৫, রবিবার, ২০:২৪:০৯
নিজস্ব প্রতিবেদক : ‘যে যায় লঙ্কায় সে হয় রাবণ’-বহুদিনের পুরোনো এ প্রবাদটি যথার্থ করতেই যেন উঠে-পড়ে লেগেছেন বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট কিছু ব্যক্তি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশ নিতে গিয়ে একের পর এক বিতর্ক তৈরী হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে; যার শুরুটা হয়েছিল পেসার আল-আমিন হোসেনকে দিয়ে। সর্বশেষ ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয়; যিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান; যার হাতে রয়েছে দেশের ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি।
কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সফরসঙ্গী হয়ে নিউজিল্যান্ড যাওয়া জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ক্যাসিনোতে (জুয়ার আসর) সময় কাটানোর। বিসিবির খরচে যাদের বিশ্বকাপ দেখতে যাওয়ার কারণ দলকে উদ্বূদ্ধ করা। উল্টা তারা দলকে সময় না দিয়ে ব্যস্ত থাকছেন জুয়ার আসরে। অথচ আগামীকাল (সোমবার) বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে।
এর আগে বিসিবির আরেক পরিচালক এবং ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধেও ক্যাসিনোতে যাওয়ার অভিযোগ ওঠে। একের পর এক দায়িত্বশীলদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিতর্কিত হয়ে উঠছে বিসিবির কর্মকান্ড। প্রশ্ন উঠছে বিসিবির শৃঙ্খলারক্ষার কঠোরতা নিয়েও।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ইংল্যান্ডেরও জীবন-মরণ লড়াই। এমন ম্যাচের আগে বিসিবির পরিচালক এবং বাংলদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আসীন ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়ের জুয়ার আসরে সময় কাটানোর ঘটনা ক্রিকেটপ্রেমীদের মনে নানা সন্দেহের জন্ম দিয়েছে।
উল্লেখ্য এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মঈন খানের বিরুদ্ধে ক্যাসিনোতে যাওয়ার অভিযোগ ওঠায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ মাথায় নিয়ে ক্রিকেট দল থেকে বহিস্কার হয়ে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে বাধ্য হয়েছেন বাংলাদেশ দলের অন্যতম পেসার আল-আমিন হোসেন।
* দেখুন ডেইলি স্পোর্টস২৪ এর এক্সক্লুসিভ ভিডিওটি
For add
For add
For add
For add
for Add