for Add

আবারও বিসিবি সভাপতি বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। 

আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। 

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। সভাপতির পাশাপাশি দু’টি সহ-সভাপতির পদেও কোন প্রতিদ্বন্দ্বি ছিল না। 

ক্যাটাগরি-১এ বরিশাল বিভাগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। 

বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর বুলবুল বলেন, ‘আমার মূল কাজ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমি আগেও বলেছি, ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

আগামী চার বছরের জন্য আমরা পরিকল্পনা করব। আশা করি, আমরা সফল হতে পারব।’

এর আগে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগের ক্যাটাগরি-১ থেকে (জেলা ও বিভাগ) বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম নির্বাচিত হন। 

এছাড়াও, রাজশাহী বিভাগ থেকে মুখলেছুর রহমান ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। রংপুর বিভাগ থেকে ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান। রংপুরে হাসানুজ্জামানের প্রতিদ্বন্দ্বি শাহাদাত সজল পেয়েছেন মাত্র ১ ভোট। 

ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জলুফিকার আলি খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। 

বিসিবির সাবেক সভাপতি ফারুক আহেমেদ ৪২ ভোট পেয়ে ক্যাটাগরি-২ থেকে (ঢাকা মেট্রোপলিস ক্লাব) নির্বাচিত হয়েছেন। 

ক্লাব ক্যাটাগরি থেকে ইফতেখার রহমান মিঠু ৩৪ এবং মনজুর আলম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। 

এছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে আরও নয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দিপন (৪০), ফয়জুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শানিয়ান তানিম (৪২), মোকসেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আল চৌধুরি (৪১)।

ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পাইলট। 

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ করার জন্য ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করেছে।

তিন ক্যাটাগরিতে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দিয়েছেন। যা ৭৩.৭১ শতাংশের মত। 

ক্যাটাগরি-১-এ ৩৫ জনের মধ্যে ৩০ জন, ক্যাটাগরি-২-এ ৭৭ জনের মধ্যে ৪২ জন এবং ক্যাটাগরি-৩-এ ৪৫ জনের মধ্যে ৪৩ জন ভোট দিয়েছেন। 

ই-ভোটও বিকল্প ছিল এবং ক্যাটাগরি-১-এর ১৯ জন কাউন্সিলর এই সুযোগ নিয়েছেন। ক্যাটাগরি-২-এ ৩৫ জন এবং ক্যাটাগরি-৩-এ মাত্র ৪ জন ই-ভোট দিয়েছেন।

সব সংবাদ

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল কিশোরী ফুটবলাররা রোববার মধ্যপ্রাচ্যে যাচ্ছে বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনে গলদঘর্ম বাফুফে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ বিশ্বকাপ বাছাই উপলক্ষে হকির ক্যাম্প শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add