for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১৯:০২:১২

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রাসেল খান বাপ্পি-কে ‘অপ্রীতিকর ও অনৈতিক কার্যকলাপে’র সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব তাদের সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের হকি দলের গোলরক্ষক কোচ হিসেবে রাসেল খান বাপ্পির আচরণ ক্লাব গঠনতন্ত্র ও আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় ক্লাব হকি কমিটির সিদ্ধান্তক্রমে ক্লাবের সকল প্রকার কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৩ ডিসেম্বর ক্লাবের পরিচালক এবং হকি কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর আলম মঞ্জুর স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতিপত্রের চিঠি ইস্যু করা হয়।
অব্যাহতিপত্রে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ও অনৈতিক কার্যকলাপে সঙ্গে সম্পৃক্ত হয়ে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করেছে। সেই সঙ্গে ক্লাবকে পূঁজি করে মতিঝিল ক্লাব পাড়ায় তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
এদিকে ক্লাবের অর্থ ও মালামাল আত্মসাতের অভিযোগের ভিত্তিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক পদ থেকে রাসেল খান বাপ্পিকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। গত ১৩ ডিসেম্বর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন স্বাক্ষরিত বহিস্কার চিঠি ইস্যু করা হয়।
একই সঙ্গে বহিস্কারের চিঠিতে আগামী তিনদিনের মধ্যে ক্লাবের কাছে ‘আত্মসাৎকৃত অর্থ ও মালামাল’ ফেরত দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
তবে সাবেক হকি তারকা রাসেল খান বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চিঠিটি আমি অফিসিয়ালিভাবে এখনো পাইনি। হোয়াটসঅ্যাপ ও ভিন্ন মাধ্যমে দেখেছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আইনি ব্যবস্থা নেব।
For add
For add
For add
For add
for Add