for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১৮:৫৫:৫২

ছয় দেশের অংশগ্রহনে আগামীকাল থেকে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের টুর্নামেন্ট কাভা কাপ মেন্স ২০২৫।
বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং কাভা কাপ ফর মেন্স অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উদ্বোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এভিসি টেকনিক্যাল ডেলিগেট মরিয়ম হেসাবি দেহবানেহ, কাভা ভিআইএস ইসমাইল ফারহান।
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে। ৬ দেশের টুর্নামেন্টে বাংলাদেশে লক্ষ্য ফাইনাল খেলা এবং পুনরায় আন্তর্জাতিক র্যাংকিংয়ে প্রবেশ করা। জাপানী কোচ রায়ান মাসাজেদির তত্বাবধানে এক মাসের প্রস্তুতি নিয়ে কাভা কাপ খেলতে নামছে বাংলাদেশ।
এালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ আসর শুরু করবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়।
আগামীকালের খেলা :
সকাল ১০টা : তুর্কমেনিস্তান বনাম নেপাল
দুপুর ১.০০টা : শ্রীলংকা বনাম আফগানিস্তান
দুপুর ৩.০০টা : উদ্বোধন
সন্ধ্যা ৫.৩০ টা : বাংলাদেশ বনাম মালদ্বীপ
For add
For add
For add
For add
for Add