for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মে ২০২৫, শনিবার, ২৩:৪২:১৪

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের ন্যয় এবারও কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।
দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজ নিয়ে নকআউট পদ্ধতিতে ২৬মে সোমবার থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আহ্বয়াক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে টুর্নামেন্টে যে কোন চোট এড়িয়ে সবাইকে সচেতন থেকে খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার ট্রয়েলেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান বলেছেন, ‘এ টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সবসময় এ টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’
সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা জানা। ফুটবল খুব মজার খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’
সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘স্কয়ার গ্রুপ দীর্ঘদিন ধরেই এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তারা না থাকলে আমাদের এমন আয়োজন সম্ভব হতো না। সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এ টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটা সুযোগ।’
৩২ দল নিয়ে টুর্নামেন্টের ড্র পরিচালনা করেন বিএসজেএর যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসজেএর টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বয়াক রবিউল ইসলাম ও সদস্য সচিব ইয়াসিন হাসান।
For add
For add
For add
For add
for Add