for Add

শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান

ধুকতে থাকা এম্পোলিকে ২-০ গোলে পরাজিত করে সিরি-এ শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে ইন্টার মিলান। এর মাধ্যমে লিগে ইন্টার টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে।

ফেডেরিকো ডিমারকো সান সিরোতে পাঁচ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন। বদলী খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজের গোলে ম্যাচ শেষের ৯ মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।

মৌসুমে বাকি থাকা আট ম্যাচে আর মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করতে পারলে ইন্টারের ২০তম ইতালিয়ান লিগ শিরোপা নিশ্চিত হবে।

একাডেমি থেকে উঠে আসা ডিমারকো কাল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন। তার উজ্জীবিত পারফরম্যান্সে ম্যাচের প্রায় বেশিরভাগ সময়ই ইন্টার আধিপত্য উপভোগ করেছে। আলেহান্দ্রো বাস্তোনির নিখুঁত পাস থেকে প্রথম সুযোগেই ডিমারকো যে গোল দিয়েছেন তা ছিল চোখে পড়ার মত। ডিফেন্ডার বাস্তোনির এটি ছিল গত তিন ম্যাচে তৃতীয় অ্যাসিস্ট। ম্যাচ শেষে বাস্তোনি বলেছেন, ‘গত কয়েকটি ম্যাচের তুলনায় আজকের অ্যাসিস্টটি ছিল সবচেয়ে বাজে, কিন্তু ডিমারকো দারুণ ফিনিশিংয়ে সেটাকে কাজে লাগিয়েছে। এই জয়ে আমরা দারুণ খুশি। কারণ মাত্রই আমরা আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেছি। সারা বিশ্ব ঘুরে আসার পর জয় পাওয়া এত সহজ নয়।’

অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পর সিমোনে ইনজাগির দল অন্তত লিগ শিরোপা জয়ে নড়েচড়ে বসে। এ বছর ইন্টার মাত্র দুই পয়েন্ট হারিয়েছে। কঠিন দুই সপ্তাহ কাটানোর পর সোমবারের জয়টা ছিল অনেকটাই স্বস্তিদায়ক।

নাপোলি ডিফেন্ডার হুয়ান জেসুসের বিপক্ষে বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত ফ্রান্সেসকো আকারবি শেষ পর্যন্ত অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। যদি ইন্টার সবসময়ই এই অভিযোগের বিরোধীতা করে আসছিল। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইবুন্যাল এক্ষেত্রে আকারবিকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার ক্ষমতা রাখতো। কিন্তু অভিযোগের বিপরীতে শক্ত ভিত্তি না পাওয়ায় রক্ষা পেয়েছেন আকারবি।

একটি গোলও না করে টানা চতুর্থ পরাজয়ে এম্পোলি আবারো গোল ব্যবধানে রেলিগেশন জোনে ফিরেছে। জেনোয়ার সাথে ১-১ গোলে ড্র করা ফ্রোসিননের সাথে তারা পয়েন্ট ভাগাভাগি করে ১৮তম স্থানে নেমে গেছে।

দিনের আরেক ম্যাচে সিরি-এ’র তলানির দল সালেরনিতাকে ৩-০ গোলে পরাজিত করেছে বোলোনিয়া। এবারের আসরে দুর্দান্ত খেলে টেবিলের চতুর্থ স্থানে থাকা বোলোনিয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে।
প্রথমার্ধে রিকার্ডো ওরসোলিনি ও অ্যালেক্সিস সায়েলেমেকার্সের দুর্দান্ত গোলের পর স্টপেজ টাইমে চারালাম্পোস লিকোগিয়ানিসের দারুণ ফিনিশিংয়ে বোলোনিয়ার জয় নিশ্চিত হয়। লিসের সাথে গোলশূণ্য ড্র করে পয়েন্ট হারানো রোমার থেকে পাঁচ পয়েন্ট উপরে থেকে চতুর্থ স্থানে রয়েছে বোলোনিয়া।

শেষ ৯ ম্যাচের আটটিতেই জয় নিশ্চিত করেছে থিয়াগো মোত্তার দল। দুই পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে থাকা জুভেন্টাসকে টপকে এখন আরো উপরে ওঠার লক্ষ্য বোলোনিয়ার। শনিবার শেষ মুহূর্তের গোলে ল্যাজিওর কাছে পরাজিত হয়েছে জুভেন্টাস।

মৌসুম শেষ হবার আগে বোলোনিয়া ও রোমা উভয় দলই জুভেন্টাসকে আতিথ্য দিবে।

গত মৌসুমে নবম স্থানে থেকে সিরি-এ লিগ শেষ করেছিল বোলোনিয়া, এখন পর্যন্ত যা তাদের সর্বোচ্চ অর্জন। আধুনিক চ্যাম্পিয়ন্স লিগে তারা কখনই অংশ নেয়নি।

এদিকে এ বছর একটিও ম্যাচ জিততে না পারা সালেরনিতানা সেফটি জোন থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আছে। বাসস

সব সংবাদ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল টিটির ন্যাশনাল ক্যাম্পে সিলেকশন শুরু ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ টুর্নামেন্টের অভাব ঘুচাতে পন পাওয়ার চেস ক্লাবের উদ্যোগ টিটির দুর্দশা ঘুচাতে থাই কোচ চোটের কারণে মাঠের বাইরে মেসি সেইলর চেকমেট টুর্নামেন্টে মুগ্ধ-আজান-রাদ চ্যাম্পিয়ন সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ভুটানের লিগ খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করলো বিসিবি জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের সাফল্য ধরে রাখার লক্ষ্যে পাকিস্তান-বাংলাদেশ কাল মুখোমুখি কাল থেকে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা দিবসে স্কুল টুর্নামেন্ট বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক শিরোপার হ্যাটট্রিক সোয়াদের, নতুন চ্যাম্পিয়ন নাছিমা বাহরাইনকে গোলের বন্যায় ভাসালো বাংলাদেশ টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে! চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান? মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেটে ১১তম ব্যাচ চ্যাম্পিয়ন হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ নারায়ণগঞ্জে স্কুল দাবায় সাজিদ-সাফায়েত চ্যাম্পিয়ন আবারও ডাক মারলেন সাকিব কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৬মে শুরু আই ই টি স্কুল দাবা শুরু শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব আমিরাত শতবর্ষ উদযাপন উপলক্ষে আইইটি স্কুলে ২৩ মে দাবা টুর্নামেন্ট মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি সাদাকালোদের রঙিন বিকেল, কুমিল্লায় শেষবাঁশি বাজতেই উল্লাস মতিঝিলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল আওয়ামী আমলে বঞ্চিত ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন অ্যাসোসিয়েশন মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add