for Add

জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট জিততে আগামীকাল ম্যাচের পঞ্চম ও শেষ দিন নিউজিল্যান্ডের ৩ উইকেট প্রয়োজন টাইগারদের।বাসস

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের টার্গেটে দিন শেষে ৭ উইকেটে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। টেস্ট জিততে ৩ উইকেট হাতে নিয়ে পঞ্চম ও শেষ দিনে আরও ২১৯ রান করতে হবে কিউইদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান করেছিলো বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ছিলো টাইগাররা।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের শুরুতেই সাফল্য পায়  নিউজিল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শান্তকে থামান নিউজিল্যান্ডের পেসার অধিনায়ক টিম সাউদি। লেগ স্টাম্পের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে  ১৯৮ বল খেলে ১০টি চারে ১০৫ রান করেন শান্ত। মুশফিকের সাথে ১৭০ বল খেলে ৯৮ রানের জুটি গড়েন শান্ত।

শান্ত ফেরার পর শাহাদাত হোসেনের সাথে ৩৪ ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৩০ রান যোগ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে প্রথম সেশনেই বিদায় নেন ৭টি চারে ৬৭ রান করা মুশফিক। স্পিনার আজাজ প্যাটেলের বলে লেগ বিফোর শিকার হন মুশফিক।

আরেক স্পিনার ইশ সোধির বলে লেগ বিফোর আউট হবার আগে ১৮ রান করেন অভিষেক টেস্ট খেলতে নামা শাহাদাত।

দু’বার জীবন পেয়ে গ্লেন ফিলিপসের শিকার হয়ে ১০ রানে আউট উইকেটরক্ষক নুরুল হাসান আউট হলে  দলীয় ২৯১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। এ অবস্থায় টেল-এন্ডারদের নিয়ে লড়াই শুরু করেন মিরাজ।

অষ্টম উইকেটে নাইম হাসানের সাথে ২০ রান যোগ করে দলের রান ৩শ পার করেন মিরাজ। জুটিতে মাত্র ৪ রান করেন নাইম। শেষ উইকেটে শরিফুলকে সাথে নিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি করেন মিরাজ।  

১০১তম ওভারে প্যাটেলের বলে শরিফুল স্টাম্প আউট হলে ৩৩৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১০ রানে আউট হন শরিফুল। ৫টি চারে ৭৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মিরাজ। ১৪৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফল বোলার প্যাটেল।

৩৩৮ রানে  অলআউট হওয়ার পর  নিউজিল্যান্ডকে জয়ের জন্য ৩৩২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে রানের খাতা সচল হবার আগেই শরিফুলের প্রথম ওভারেই হোচট খায় নিউজিল্যান্ড। অফ-স্টাম্পের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন টম লাথাম।

ক্রিজে এসে ২টি চারে বাংলাদেশ বোলারদের সামনে আবারও লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসন। কিন্তু স্পিনার তাইজুলের বলে লেগ বিফোর আউট হন ১১ রান করা উইলিয়ামসন।

শরিফুল-তাইজুলের সাথে উইকেট শিকারে মাতেন মিরাজও। ২ রান করা হেনরি নিকোলসকে বিদায় দেন মিরাজ। এতে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় সেশন শুরুর পর নিউজিল্যান্ডের মেরুদন্ড ভেঙ্গে দেন   তাইজুল। এক প্রান্তে আগলে উইকেটে সেট হওয়া কনওয়ের প্রতিরোধ ভাঙ্গেন তাইজুল। শাহাদাতকে ক্যাচ দিয়ে ৭৬ বল খেলে ২২ রান তুলে থামেন কনওয়ে।

কনওয়েকে শিকারের কিছুক্ষণ পর উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৬ রানে থামিয়ে নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন ঘটান তাইজুল। ৬০ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে ছিটকে পড়ে কিউইরা।

এরপর গ্লেন ফিলিপসকে ১২ রানে নাইম এবং কাইল জেমিসনকে ৯ রানে শিকার করে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন তাইজুল। ১০২ রানে ৭ উইকেট হারায় কিউইরা। কিন্তু দিনের বাাকী সময় নিউজিল্যান্ডের আর কোন উইকেট নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। এতে ৭ উইকেটে ১১৩ রানে দিনের খেলা শেষ করে কিউইরা।
মিচেল ৪৪ ও ইশ সোধি ৭ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ৪০ রানে ৪টি, শরিফুল-মিরাজ ও নাইম ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, শান্ত ৩৭, মোমিনুল ৩৭, ফিলিপস ৪/৫৩)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩১৭/১০, ১০১.৫ ওভার (উইলিয়ামসন ১০৪, তাইজুল ৪/১০৯)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ২১২/৩, ৬৮ ওভার, শান্ত ১০৪*, মুশফিকুর ৪৩*) :
জয় রান আউট ৮
জাকির এলবিডব্লু ব প্যাটেল ১৭
শান্ত ক ব্লান্ডেল ব সাউদি ১০৫
মোমিনুল রান আউট ৪০
মুশফিকুর এলবিডব্লু ব প্যাটেল ৬৭
শাহাদাত এলবিডব্লু ব সোধি ১৮
মিরাজ অপরাজিত ৫০
নুরুল ক এন্ড ব ফিলিপস ১০
নাইম ক লাথাম ব সোধি ৪
তাইজুল ক নিকোলস ব প্যাটেল ০
শরিফুল স্টাম্প ব্লান্ডেল ব প্যাটেল ১০
অতিরিক্ত (বা-২, লে বা-৭) ৯
মোট (অলআউট, ১০০.৪ ওভার) ৩৩৮

উইকেট পতন : ১-২৩ (জাকির), ২-২৬ (জয়), ৩-১১৬ (মোমিনুল), ৪-২১৪ (শান্ত), ৫-২৪৮ (শাহাদাত), ৬-২৭৮ (মুশফিকুর), ৭-২৯১ (নুরুল), ৮-৩১১ (নাইম), ৯-৩১২ (তাইজুল), ১০-৩৩৮ (শরিফুল)।

নিউজিল্যান্ড বোলিং :
সাউদি : ১৫-৩-৩৩-১,
জেমিসন : ১৩-৩-২৫-০,
প্যাটেল : ৩৬.৪-১-১৪৮-৪,
ফিলিপস : ১৬-৪-৪৭-১,
সোধি : ১৯-২-৭৪-২,
মিচেল : ১-০-২-০।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস :
লাথাম ক নুরুল ব শরিফুল ০
কনওয়ে ক শাহাদাত ব তাইজুল ২২
উইলিয়ামসন এলবিডব্লু ব তাইজুল ১১
নিকোলস ক নাইম ব মিরাজ ২
মিচেল অপরাজিত ৪৪
ব্লান্ডেল ক নুরুল ব তাইজুল ৬
ফিলিপস এলবিডব্লু ব নাইম ১২
জেমিসন এলবিডব্লু ব তাইজুল ৯
সোধি অপরাজিত ৭
অতিরিক্ত  
মোট (৭ উইকেট, ৪৯ ওভার) ১১৩

উইকেট পতন : ১-০ (লাথাম), ২-১৯ (উইলিয়ামসন), ৩-৩০ (নিকোলস), ৪-৪৬ (কনওয়ে), ৫-৬০ (ব্লান্ডেল), ৬-৮১ (ফিলিপস), ৭-১০২ (জেমিসন)।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৬-২-১৩-১,
মিরাজ : ১১-৩-৩১-১,
তাইজুল: ২০-৭-৪০-৪,
নাইম: ১০-১-২৪-১,
মোমিনুল : ২-১-৫-০।

সব সংবাদ

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add