for Add
স্পোর্টস ডেস্ক : ৩ এপ্রিল ২০২৩, সোমবার, ১:২৯:১৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে।
একমাত্র টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্টটি।
ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ১০০০ টাকা ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এছাড়াও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৩০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা নির্ধারিত হয়েছে।
আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকে অনলাইনে টিকিট কেনার ব্যবস্থা করে বিসিবি। টেস্টের টিকিটও অনলাইনে কেনা যাচ্ছে। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেটে রেজিস্টার অ্যাকাউন্ট দিয়ে ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে সর্বোচ্চ দু’টি টিকিট ক্রয় করা যাবে।
অনলাইনের টিকিট সংগ্রহের জন্য নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।
এছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে। ম্যাচের দিনগুলোতেও একই সময়ে বুথে টিকিট পাওয়া যাবে। –বাসস
For add
For add
For add
For add
for Add