for Add
বাসস : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১৩:৪৬:২১
ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আগামীকাল বুধবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
পিঠের পুরোনো ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি তাসকিন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলে ফিরলেও নিজের সেরাটা দিতে পারেননি। ৯ ওভারে ৮৯ রান দিয়েছেন তাসকিন।
এমন বাজে পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে টেস্ট ম্যাচ খেলার মত ফিটনেস আছে কি না তাসকিনের। এই ফরম্যাটে শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী হতে হয়।
তাসকিন বলেন, ‘এটি (টেস্ট ম্যাচের ওয়ার্কলোড) নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হয়েছে। ইনজুরি থেকে ফিরে আসার পর আমার পুরোপুরি ফিটনেস নিয়ে তারা চিন্তিত।’ তিনি আরও বলেন, ‘আমি কাজের চাপ বৃদ্ধি করতে, ফিটনেস-বোলিংয়ের চাপ নিয়ে কাজ করছি। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমি খেলবো, তাহলে খেলবো। যদি না হয়, আমাকে এই টেস্টের জন্য অনুমতি নাও দিতে পারে ম্যানেজমেন্ট। এ জন্য দ্বিতীয় টেস্টই আমার লক্ষ্য হওয়া উচিত। এটি নিয়ে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট। আমার সাথে এসব নিয়ে কথাও বলেছে। আমাকে কাজের পরিকল্পনা দেয়া হয়েছে। সেভাবে কাজ করছি।’
প্রথম টেস্টের জন্য গতকাল মঙ্গলবার বাংলাদেশ দল প্রস্তুতি শুরুর পর চট্টগ্রামের উইকেটে বোলিং করেছেন তাসকিন। শুরুতে অল্প রান আপ নিয়ে বোলিং করলেও ধীরে ধীরে গতি বাড়ান তিনি। পরে পূর্ণ ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, একটি টেস্টে ১৫টি সেশন খেলতে কি প্রস্তুত তাসকিন?
For add
For add
For add
For add
for Add