for Add
বাসস : ১২ ডিসেম্বর ২০২২, সোমবার, ১২:৩৫:৫৬
২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের চোখ এখন ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে।
আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইনজুরির সমস্যার কারণে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারেনি ভারত। টেস্ট সিরিজেও সেরা দলকে মাঠে নামাতে পারবে না ভারত। প্রথম সারির বোলিং আক্রমণ থাকছে না। ফর্মে থাকা কিছু ব্যাটারকেও পাবে না টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুল চোট পাওয়ায় টেস্ট সিরিজে অনিশ্চিত নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে বাংলাদেশ শিবিরে ইনজুরি ধাক্কা রয়েছে। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল প্রথম টেস্টে খেলতে পারছেন না। কুঁচকির ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত।
কিন্তু টেস্ট ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড এতোটাই খারাপ যে চাপে থাকা ভারতের বিপক্ষে টাইগাররা সুবিধা নিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ এখন পর্যন্ত ১৩৪টি টেস্ট খেলেছে এবং ১০০টিতে হেরেছে। এই অভিজাত ফরম্যাটে পথ চলা শুরুর পর থেকে ১৬টি ম্যাচ জিতেছে এবং ১৮টি ম্যাচ ড্র করেছে তারা। এরমধ্যে বেশিরভাগই এসেছে বৃষ্টির সহায়তায়।
ভারতের বিপক্ষে ১১টি টেস্ট খেলে নয়টিতে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে দু’টি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।
For add
For add
For add
For add
for Add